যুক্তরাজ্য প্রতিনিধি :: যুক্তরাজ্যের নর্থ লিঙ্কন শায়ার কাউন্সিলের আওতাধীন সংবাদকর্মীদের নিয়ে বস্তনিষ্ঠ সংবাদ পরিবশেনের লক্ষে স্কানথর্প নর্থ লিঙ্কনশায়ার বাংলা প্রেস ক্লাবের আত্মপ্রকাশ হয়েছে।
নির্বাচন কমিশনের দায়িত্বাধীন নির্বাচনের মাধ্যমে প্রেস ক্লাবের ২০২৪-২৬ মেয়াদে চ্যানেল এস-এর রিপোর্টার মুহাম্মদ শহিদুর রহমান জামাল সভাপতি, নর্থ লিঙ্কনশায়ার চ্যানেল ৭ এর রিপোর্টার মোহাম্মদ আব্দুলাহ আল আজিজ জেনারেল সেক্রেটারি এবং এটি এন বাংলা টেলিভিশন ইউকের স্কানথর্প রিপোর্টার এনামুল আলম ট্রেজারার পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার ১৪ মে রাত ৯টায় স্কানথর্পের একটি হলে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি, সম্পাদক ও ট্রেজারার এই তিনটি পদপ্রার্থীকে ভোটের মাধ্যমে নির্বাচিত করা হয়।
উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে বাকি পদগুলো পরিপূর্ণ করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির আত্মপ্রকাশ ঘটে।
এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান আব্দুল মহিত গাজী, বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, আল ইসলাম ইউকের চেয়ারম্যান নুরুল হক চৌধুরী, স্কানথর্প টাউন ওয়ার্ডের কনজারভেটিভ কাউন্সিলার ক্যান্ডিডেট জনাব আনজুম চৌধুরী!#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply