বড়লেখায় হরিণ হত্যা ও পাচারে চামড়া মজুদ মামলায় দন্ডিত ব্যবসায়ি সাইদুল ভাইসহ কারাগারে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে ক্যাবের নতুন কমিটি সভাপতি ছইফ উদ্দিন ও সাধারণ সম্পাদক ইমরানুল অনলাইনে ছাড়ার ৩ মিনিটের মধ্যে সব টিকিট উধাও বিপাকে সিলেটের ট্রেনযাত্রীরা দেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই, হিন্দু-মুসলিম ভাই ভাই -এস এম  মোয়াজ্জে হোসেন চান্দু সিলেটে পুলিশ ও সিসিকের নির্দেশনা উপেক্ষা চালকদের আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের সুমুদ ফ্লোটিলার একমাত্র জাহাজ ম্যারিনেট এখনো ভেসে চলেছ অক্টোবের বড় নাশকতার ছক কষছে আত্মগোপনে থাকা আওয়ামীলীগ নেতাকর্মীরা বিশ্বকাপে প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সাগরে নিম্নচাপ : সিলেটসহ সারাদেশে ৪ দিন বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে পূজায় যে রূপে ধরা দিলেন মিমি

বড়লেখায় হরিণ হত্যা ও পাচারে চামড়া মজুদ মামলায় দন্ডিত ব্যবসায়ি সাইদুল ভাইসহ কারাগারে

  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

Manual4 Ad Code

আদালত প্রতিবেদক (মৌলভীবাজার) ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের বড়লেখায় বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে দুইটি হরিণের অবৈধ চামড়া উদ্ধার মামলায় সাজাপ্রাপ্ত আসামি বড়লেখার আলোচিত সেই ব্যবসায়ি সাইদুল ইসলাম ও তার ভাই ফখরুল ইসলামকে মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এম মিজবাহ উর রহমান কারাগারে পাঠিয়েছেন। গত রোববার ৯ জুন আসামিরা স্বেচ্ছায় আদালতে আত্মসমর্থন করে আপিলের নিমিত্তে জামিন প্রার্থনা করেছিলেন। গত ৪ এপ্রিল বিজ্ঞ আদালত হরিণ হত্যা ও বাড়িতে অবৈধভাবে দুইটি হরিণের চামড়া রাখার অপরাধে তাদের বিরুদ্ধে এক বছরের বিনাশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। এরপর দীর্ঘদিন ধরে আসামিরা পলাতক ছিলেন।

মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার গাজিটেকা আইলাপুর গ্রামের সাইদুল ইসলাম ও তার ভাই ফখরুল ইসলামের বাড়ি থেকে ২০২০ সালের ২৩ আগষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি বন সংরক্ষকের নেতৃত্বে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ অভিযান চালিয়ে দুইটি মায়া হরিণের অবৈধ চামড়া উদ্ধার করেন। আভিযানিক দল নিশ্চিত হন ৩/৪ মাস আগে দুইটি হরিণ শিকার করে চামড়াগুলো পাচারের উদ্দেশ্যে বাড়িতে মজুদ রাখা হয়। অবৈধ হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন্যপ্রাণি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা জোলহাস উদ্দিন স্থানীয় প্রভাবশালী ও ২০২০ সালের পৌরসভা নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারি সাইদুল ইসলাম ও তার বড়ভাই ফখরুল ইসলামকে আসামি করে বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৩৪(খ) ধারায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বন আদালতে মামলা (সিআর-৪৩/২০২০ইং) করেন। দীর্ঘ সাক্ষ্যপ্রমাণে অপরাধ প্রমানিত হওয়ায় চলিত বছরের ২২ এপ্রিল আসামিদের দোষী সাব্যস্থক্রমে প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণার দিনে আসামিরা আদালতে হাজির থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরওয়ানা জারি করা হয়।

এদিকে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে গত রোববার আসামিরা বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে আপিলের নিমিত্তে জামিন প্রার্থনা করেন। আদালত তাদের জামিন না-মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

Manual7 Ad Code

সংশ্লিষ্ট বন আদালতের বেঞ্চ সহকারি মো. রোমান আহমেদ বন্যপ্রাণি সংরক্ষণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামিকে গত রোববার কারাগারে প্রেরণের সত্যতা নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code