এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ও বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে অদ্য ৩১ জুলাই বুধবার কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কেন্দ্রীয় নেতা খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে সভার শুরুতেই সম্প্রতি সংঘটিত কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
শহীদদের ছাত্র-ছাত্রীদের ন্যায্য দাবীকে আমলে না নিয়ে সরকার সময় ক্ষেপন ও সরকারের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গের উস্কানিমূলক ও ব্যঙ্গাত্মক বক্তব্য আন্দোলনকে আরও তীব্রতর করে। ন্যায্য আন্দোলন দমনের জন্য বাংলাদেশের এই তেপান্ন বৎসরের মধ্যে সর্বোচ্চ দমন পীড়ন ও নির্বিচারে গুলি চালিয়ে প্রায় দু’শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। অনেক মানুষ আহত হয়ে চোখ সহ বিভিন্ন অঙ্গ হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজকের সভা এই দমন পীড়নের তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আন্দোলনে নিহতের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। সরকারের কাছে ছাত্রদের উত্থাপিত সকল দাবী মেনে নিয়ে অবিলম্বে বিশ^বিদ্যালয় কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করার দাবী জানাচ্ছি। জনগণের জানমাল রক্ষায় ব্যর্থতার জন্য এই সরকারের পদত্যাগ দাবী করছি।
বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা ও বাংলাদেশ জাসদের চলমান আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আগামী ৫ আগষ্ট সোমবার সকাল ১১ ঘটিকায় দক্ষিনবাজারস্থ কুলাউড়া মৌলভীবাজার বাসস্ট্যান্ডের সম্মুখে শোক সমাবেশ ও র্যালী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সভায় বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল গফফার কায়ছুল, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব করিম মিন্টু, যুগ্ম সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, সিপিবি নেতা কৃপাময় শীল, সিপিবি নেতা আব্দুল বাছিত মজুমদার, কৃষকনেতা সোহাগ মিয়া, বাংলাদেশ জাসদ কুলাউড়া উপজেলা কমিটির নেতা ও বাউল সমিতি ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল শহীদ, বাংলাদেশ জাসদ কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম কর্ণ, যুগ্ম সম্পাদক রাসেল আহমদ, জয়চন্ডী ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ যুব জোট কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুস সোবহান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply