এইবেলা, কুলাউড়া ::
বন্যা-খরায়, বিপদে-আপদে, দূর্যোগ-দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই হচ্ছে জামায়াতের মূল লক্ষ্য। মানব সেবাকে ইবাদত মনে করেই মানুষের কল্যাণে হাঁটেঘাটে ছুঁটছে জামায়াত কর্মীরা। সবমিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাদেম হিসেবে মানুষের পাশে থাকতে চায়। রোববার (২২ সেপ্টেম্বর) বিকালে কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন উপহার দেওয়ার সময় উপরোক্ত কথাগুলো বলেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম।
জানা যায়, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ও টিলাগাও ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অসহায় দিনমজুর মানুষের কাঁচাঘর। ক্ষতিগ্রস্ত এসব ঘর পুনঃনির্মাণের জন্য ৫২ টি পরিবারের মধ্যে (জনপ্রতি এক বান্ডিল করে) ঢেউটিন উপহার দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো: ফখরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মো: জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত শিবিরের নেতৃবৃন্দ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply