কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ফুলবাড়ী উপজেলা বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার সকালে ফুলবাড়ী বাজারের জিরো পয়েন্টে আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী সম্মিলত শিক্ষক সমাজে প্রতিষ্ঠান প্রধান ফুলবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম,বৈষম্য বিরোধী সম্মিলত শিক্ষক সমাজের সমন্বয়ক জয়নাল আবেদীন,প্রধান শিক্ষক পরিষদের সভাপতি বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিনসহ আরো অনেকে।
পরে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা সচিবের বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়।##
Leave a Reply