এইবেলা. কুলাউড়া :: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাধারন শিক্ষার্থীদের উপর হামলা এবং ককটেল বিস্ফোরণ মামলায় পৌর ছাত্রলীগের সভাপতিসহ ৪ ছাত্রলীগে নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার ০৬ অক্টোবর গভীর রাতে তাদেরকে আটক করা হয় এবং ০৭ অক্টোবর সোমবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, ২৪ জুলাই কুলাউড়ার মিলিপ্লাজার সম্মুখে বৈষম্যবিরোধী মিছিলে দেশীয় অস্ত্রসহ হামলা চালায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। আওয়ামীলীগের হামলায় শিক্ষার্থীরা আহত হন এবং এ বিষয়ে আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের ৮৩ জনের নামে কুলাউড়া থানায় মামলা করেন বৈষম্যবিরোধী আন্দোলনের এক ছাত্র।
পুলিশ মামলার এজাহারকৃত আসামী পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা ছাত্রলীগ নেতা রুমেল ইসলাম রিংকু, নজরুল ইসলাম ও পৃথিমপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: ইরা মিয়াকে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
এব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপসার জানান, এজাহারভুক্ত আসামী হিসাবে ছাত্রলীগ ও সে¦চ্ছাসেবক লীগের ৪ নেতাকর্মীকে আটক করে কোর্টে সোপর্দ করা হয়েছে।#
Leave a Reply