ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যে বরাবরই বছরব্যাপী নানাধরণের সেশনের আয়োজন করে থাকে নিটার ক্যারিয়ার ক্লাব। প্রফেশনাল সিভি তৈরি করা থেকে শুরু করে ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বৃহৎ পরিসরে “মক ভাইভার” ও আয়োজন করে থাকে নিটার ক্যারিয়ার ক্লাব।
তবে, নিটার ক্যারিয়ার ক্লাব এবারে আয়োজন করতে যাচ্ছে একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা “স্পার্ক ট্যাঙ্ক’২৪”; বিশ্ববিদ্যালয় পড়ুয়া যেকোনো শিক্ষার্থী ২জন বা ৩জনের টিম গঠন করে প্রতিযোগিতাটিতে অংশ নিতে পারবে, প্রতিটি টিমকে রেজিষ্ট্রেশন ফি বাবদ ৬০০ টাকা গুনতে হবে। প্রতিযোগিতাটির রেজিষ্ট্রেশন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে, চলবে ২৫ অক্টোবর, ২০২৪ ইং তারিখ পর্যন্ত।
নির্ধারিত সূচি অনুযায়ী স্পার্ক ট্যাঙ্ক’২৪ প্রতিযোগিতাটি দুটি ধাপে সম্পন্ন হওয়ার পর আগামী ১৫ নভেম্বর গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে সমাপ্ত হবে। প্রথম ধাপের প্রতিযোগিতা চলবে ২৬-৩০ অক্টোবর, এ ধাপে প্রতিযোগিদের নির্ধারিত বিষয়ের উপর আর্টিকেল লিখে জমা দিতে হবে। পরবর্তীতে দ্বিতীয় ধাপের প্রতিযোগিতা চলবে ১-৫ নভেম্বর পর্যন্ত, এ ধাপেও কর্তৃপক্ষের নির্ধারিত কোনো বিষয়ের উপর ভিডিও প্রতিবেদন উপস্থাপন করতে হবে প্রতিযোগিদের।
সর্বশেষ ১৫ তারিখের গ্র্যান্ড ফাইনালে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে প্রতিযোগিতাটি সমাপ্ত হবে এবং পুরষ্কার বিতরণের জন্য ৬০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে; এছাড়া “আলোকচিত্র প্রদর্শনী” নামেও আরেকটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যেটি স্পার্ক ট্যাঙ্ক:২৪ এরই অংশ -এটির রেজিষ্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।#
Leave a Reply