কানাইঘাটের নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার, আটক ২ কানাইঘাটের নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার, আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নিটারে “নিটার ইসলামিক কনফারেন্স-২০২৪” অনুষ্ঠিত  বড়লেখায় ওয়ার্ড আ.লীগের সভাপতি কারাগারে খাসিয়াদের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব ‘সেং কুটস্নেম’ এবার হচ্ছে না কুলাউড়ায় জিসাস এর নতুন কমিটি গঠন আহবায়ক সোহেল সদস্য সচিব সায়ন উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুলাউড়া শাহ সুন্দর উচ্চ বিদ্যালয় : জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসররা এখনও প্রশাসনে বহাল : মাওলানা সেলিম উদ্দিন নিউইয়র্কে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুর রকিব মন্টুর সংবাদ সম্মেলন : টর্চার সেল বা আয়নাঘর নামে অপপ্রচার কুলাউড়া ও রাজনগরে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নগদ অর্থ ও তৈজষপত্র বিতরণ নিটার ফ্যাশন ক্লাবের কমিটি ঘোষণা 

কানাইঘাটের নিখোঁজ মুনতাহার লাশ উদ্ধার, আটক ২

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :: নিখােঁজের ৭ দিন পর সিলেটের কানাইঘাটের মুনতাহা আক্তার জেরিনের (৬) লাশ পাশের বাড়ির ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন একই গ্রামের শামীমা বেগম মার্জিয়া ও তার মা আলিফজান বিবি। খুনে অভিযুক্ত অপরজন মার্জিয়ার নানি কুতুবজান বিবি। হত্যার অভিযুক্তরা মুনতাহার বাসার পাশেই খাস জায়গায় বসবাস করত এবং মুনতাহার বাসায় তাদের যাতায়াত ছিল। মুনতাহা নিখােঁজ হওয়ার পর পুলিশের সন্দেহ হলে আলিফজানের মেয়ে মার্জিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদে মার্জিয়ার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া যায়। সন্দেহ থেকে পুলিশ এলাকাবাসীর সহায়তায় আলিফজানের উপর নজর রাখেন। শনিবার রাতে আলিফজান মুনতাহার লাশ ডােবা থেকে তুলে অন্যত্র সরানের সময় আগে থেকে পাহারারত এলাকাবাসীর হাতে লাশসহ আটক করা হয়।

আটক আলিফজান জানায়, মুনতাহাকে শুক্রবার রাত তিনটার সময় হত্যা করে ডােবায় লুকিয়ে রাখা হয়। পরে আটক আলিফজান এলাকাবাসীর কাছে বক্তব্য দেয়, আলিফজানের বক্তব্যের ভিডিও দেখে ধারনা করা হয়, যারা মুনতাহাকে হত্যা করেছে সেই হত্যাকারিরা আরাে দুটি শিশুকে দেয়ার জন্য আলিফজানকে বলে।

এসময় আলিফজান তাদের না করলে মুনতাহাকে নিয়ে গিয়ে হত্যাকারিরা তাকে হত্যা করে। রাত তিনটার দিকে মুনতাহার লাশ আলিফজানের ঘরের পাশে একটি ডােবায় পুতে রাখে।

শনিবার মুনতাহার লাশ হত্যাকারিরার পরামর্শে ডোবা থেকে তুলে অন্যত্র সরিয়ে ফেলার সময় মুনতাহার লাশসহ আলিফজানকে এলাকাবাসী আটক করে।

 

পরে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্হলে গিয়ে আলিফজানকে থানায় নিয়ে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুনতাহাকে নিখােঁজের পর হত্যা করে ডােবায় পুতে রাখা হয়েছে। মুনতাহার লাশ দেখে এমন ধারণা করছেন এলাকাবাসী। লাশের খবর লােকজন পেয়ে যাব এমন সন্দেহে লাশ অন্যত্র সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় আলিফজান।

এ ব্যাপারে বিস্তারিত জানতে কানাইঘাট থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাে. আব্দুল আওয়ালের সাথে যােগাযােগ করা হলে তিনি বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদে ও তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।

মুনতাহার হত্যাকারি কি আসলেই অন্য কেউ, নাকি এই আলিফজান ও তার মেয়ে! এই সাতদিন কোথায় ছিল মুনতাহা সব প্রশ্নের জবাব জানা যাবে তদন্তের পর।

এদিকে মুনতাহার লাশ ময়না তদন্তের জন্য আজ ভােরে সিলেট এমএএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মুনতাহাকে কখন কিভাবে হত্যা করা হয়েছে।

উল্ল্যেখ্য, সিলেটের কানাইঘাট উপজেলার ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে মুনতাহা গত ৩ নভেম্বর সকালে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলতে বেরিয়ে নিখােঁজ হয়। নিখােঁজের ঘটনা জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযােগমাধ্যমে শুরু হয় তােলপাড়। শিশু মুনতাহার সন্ধান দাতাদের জন্য দেশ-বিদেশ থেকে পুরস্কার ঘােষণাও করা হয়। “মুনতাহাকে হারিয়ে পরিবারের লোকজন হয়ে উঠেন পাগলপ্রায়।

এরই মধ্যে সাত দিন পর শনিবার রাতে পাশের বাড়ির ডোবা থেকে মুনতাহার লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় একই গ্রামের দুজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews