বিনোদন ডেস্ক:: যুগ স্রষ্টারাই সমাজের অনিয়ম তান্ত্রিক ধাপগুলো পাড়ি দিতে পারে, তাও খুব অল্প। যাঁরা যুগ স্রষ্টা হতে পারেন তাঁরা আবার সমাজ তথা সকলের কাছে পরিচিত হয়ে উঠতে পারেন না। ওই যুগ স্রষ্টারা চারপাশের বহু মানুষকে আলোকিত করে একসময় জীবন ও মৃত্যুর প্রহেলিকায় হারিয়ে যায়। কিন্তু আলোর প্রতিফলন সমাজে অবিরত প্রতিফলিত হয়। তেমনি এক আলোকবর্তিকার জীবনকেন্দ্রিক নতুন ধারাবাহিক নাটক ‘আলো-আঁধার’। মহীউদ্দীন আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সঞ্জীব দাস।
ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত তারকাবহুল ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সমু চৌধুরী, মাহামুদুল ইসলাম মিঠু, ইসরাত জাহান চৈতি, তানিয়া বৃষ্টি, গোলাম কিবরিয়া তানভীর, শৈলি আহসান, অপু আহমেদ, তানভীর মাসুদ, নুসরাত জাহান রুহি, নাসিমা খানম প্রিমা, ইমরান হাসু, দ্বীপ রাজ, সিরাজ আহমেদ প্রমুখ। সোমবার রাজধানীর উত্তরায় এই ধারাবাহিকটির দৃশ্য ধারণ শুরু হয়।
নির্মাতা সঞ্জীব দাস বলেন, ‘বাংলা ভাষাভাষী সকল মানুষের এই ধারাবাহিকটি ভালো লাগবে। এখানে মফস্বলের চিরাচরিত আটপৌঢ়ে জীবনের পাশাপাশি দেখা যাবে শহুরে জীবনের উজ্জ্বল প্রতিচ্ছিবি। অচিরেই এটিএন বাংলায় নতুন ধারাবাহিকটি প্রচার শুরু হবে।’
আনিসুর রহমান মিলন বলেন, ‘নতুন ধারাবাহিকটির গল্পটি বেশ চমৎকার। গল্পে নতুনত্ব আছে। এটি সাধারণ ধারাবাহিকের মতো নয়। গল্প ভালো না হলে ধারাবাহিক নাটকে কাজ করি না। এ ধারাবাহিকের গল্পটি ভালো লেগেছে। দর্শক নতুন কিছু পেতে যাচ্ছে। আশা রাখছি তাদের ভালো লাগবে।’
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply