মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় পূর্ব-বিরোধের জেরে প্রবাসী পরিবারকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাঁচ মামলায় জামিন পেয়েও বাড়ি ফেরা হল না বড়লেখার ইউপি চেয়ারম্যান জুয়েলের কুলাউড়ার লালারচক সীমান্ত : বিজিবির হাতে ভারতে অবৈধ অনুপ্রবেশকারী ৮ বাংলাদেশিকে আটক ওসমানীনগরে গোয়ালাবাজার মহিলা কলেজে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শ্রমিক কল্যাণ ফেডারেশন কুলাউড়া উপজেলা কমিটি গঠন: মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়ন প্রবাসী যুব পরিষদের নতুন কমিটি গঠন কুড়িগ্রামে লাইট হাউজ এনজিও’র স্বেচ্ছাসেবকদের মতবিনিময় সভা সোনাহাট স্থলবন্দরে কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির ২ গ্রুপে উত্তেজনা : ১৪৪ ধারা জারি আত্রাইয়ে শীতের আগমনে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারীগররা

মৌলভীবাজারে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির অবহিতকরণ সভা

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদর উপজেলায় ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন চৌধুরী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের সহযোগিতায় উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ ও যুবদের জন্য ব্র্যাক যে সুযোগ নিয়ে এসেছে, তা কাজে লাগাতে পারলে পরিবারের পাশাপাশি তারা সমাজ ও দেশের আর্থ- সামাজিক উন্নয়নেও উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবেন। এসময় তিনি এনজিও, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে তরুণ ও যুব উদ্যোক্তাদের উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য ভূমিকা রাখতে আহবান জানান।

ব্র্যাক জেলা সমন্বয়ক ইলিমেন্ট হাজং-এর সভাপতিতে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস এম নাগিব মাহবুব, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।

অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা হাফিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিকাশ চন্দ্র সাহা, উপজেলা শিক্ষা অফিসার রাশিদা আক্তার, পূবালী, সোনালী ও
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপকগণসহ বিভিন্ন এনজিওর জেলা পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী ও উদ্যোক্তা হতে ইচ্ছুক তরুণ-তরুণীগণ।

আনলকিং ফিন্যান্সিয়াল সল্যুসন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের জেলা ব্যবস্থাপক আসলাম হাকীম আরিফ তাঁর মূল উপস্থাপনায় বলেন, বাংলাদেশের তরুণ ও যুব, যারা তাদের আয় এবং উৎপাদনমূলক উদ্যোগ সম্প্রসারণ বা বৃদ্ধি করতে চায়, তাদের জন্য ঐতিহ্যগত অর্থায়নের উৎসগুলো থেকে ঋণ গ্রহণের সমস্যার সমাধান করে অর্থনৈতিক সুবিধাগুলো সহজতর করনের মাধ্যমে তরুণ ও যুব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি করে তাদের এবং তাদের পরিবারের অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা করাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।##

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews