কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: শরীর ও মন সুস্থ রাখতে ম্যারাথনের কোন বিকল্প নেই। এই চেতনাকে ধারন ও লালন করে ৎুাকৃতিক সৌন্দর্য বিশ্বব্যাপি তুলে ধরার লক্ষ্যে ও পর্যটনকে বিকশিত করতে মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি হিল ২৫ কিলোমিটার ও ১০ কিলোমিটার ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (0১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৬টায় উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিলে রাজকান্দি রানার্স কমিউনিটির আয়োজনে জাতীয় সংগীতের মাধ্যমে এই ম্যারাথন শুরু হয়। ম্যারাথনে ২৫ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন সিলেটের সায়মুন হোসাইন। তিনি ২ ঘন্টা ১০ মিনিট রান সম্পন্ন করেন। মেয়েদের মধ্যে প্রথম হন তাসনিন। তিনি শেষ করছেন ৩ ঘন্টা ৪০ মিনিটে।
১০ কিলোমিটারে পুরুষদের মধ্যে প্রথম হন শমশেরনগরের শুভ্র যাদব। তিনি ৩৮ মিনিট শেষ করছেন। মেয়েদের মধ্যে প্রথম হন জান্নাতুল ফেরদৌস টুম্পা। তাঁর সময় লাগে ১.২৩ মিনিট।
রাজকান্দি হিল ম্যারাথনে মোট ৫৫০ জন অংশগ্রহণ করেন। তারমধ্যে ২৫ কিলোমিটারে পুরুষ ৪২০ জন ও ১০ কিলোমিটারে ১৩০ জন অংশ নেন।
উভয় ইভেন্টে ১ম, ২য় ও ৩য় বিজয়ীদের হাতে নগদ অর্থ এবং ক্রেস্ট তুলে দেন রাজকান্দি রানার্স কমিউনিটির রেইস কো-অর্ডিনেটর আব্দুল বাছিত, রেইস ডিরেক্টর মো. জাকির হোসাইন, ইভেন্ট ম্যানেজার সুলেমান হাসান, রেইস কো-ডিরেক্টর ফয়সাল আল কয়েস চৌধুরী ও মঞ্জুরুল হাসানসহ আরো অনেকে এবং নির্দিষ্ট সময়ের ভেতরে রান সম্পন্নদের মডেল পরিয়ে দেয়া হয়।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply