শ্রীমঙ্গলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : ২ অভিযুক্ত আটক শ্রীমঙ্গলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : ২ অভিযুক্ত আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রোটারি ক্লাব অব সিলেটের কমিটি গঠন, প্রেসিডেন্ট সেলিনা ও সেক্রেটারি রুস্তুম বড়লেখায় খেলাফত মজলিশে যোগদানে লোকমান আহমদকে সংবর্ধনা কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ১ লক্ষ ৭০ হাজার টাকা  জরিমানা কুড়িগ্রাম ‘’ফ্রেন্ডশিপ’’ পেলো জেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ ‘মানবকল্যাণ বিষয়ক এ্যাওয়ার্ড’ নিটারে নবনিযুক্ত পরিচালকের সাথে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় কুলাউড়ায় লংলা কলেজে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল করিম নিপুকে সংবর্ধনা কুলাউড়ার লংলা কলেজের রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় বড়লেখায় মূর্তি ভাংচুর, টাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়েও শেষ রক্ষা হয়নি উশৃঙ্খল যুবক টিপুর আত্রাইয়ে কনকনে শীতে বিপর্যস্ত জনজীবন বিপাকে শ্রমজীবী মানুষ হাসপাতালের নানা অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলায় : প্রাণনাশের হুমকি

শ্রীমঙ্গলে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ : ২ অভিযুক্ত আটক

  • সোমবার, ১২ অক্টোবর, ২০২০
এইবেলা, শ্রীমঙ্গল ::
জেলখানা থেকে স্বামীকে ছাড়িয়ে আনতে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে গেস্ট হাউজে নিয়ে ২৫ বছরের এক গৃহবধুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ধর্ষণের শিকার হওয়া ঐ নারী শনিবার শ্রীমঙ্গল থানায় একটি অভিযোগ করেন। পরে শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে রোববার সকালে ধর্ষণের অভিযোগে ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের মৃত ছুরুক আলীর ধর্ষক ছেলে কাজল মিয়া (৩০) ও তার অপর সহযোগী একই গ্রামের মৃত রহমান মিয়ার ছেলে মতিন মিয়া (২০) কে উপজেলার আমরাইল ছড়া চা বাগান থেকে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ। গ্রেফতারের পর তাদের মৌলভীবাজার আদালতে সোপর্দ করা হয়।
গত ১৯ সেপ্টম্বর সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে ঘটনাটি ঘটে। অভিযুক্ত দুই ধর্ষক কাজল মিয়া (৩০), মতিন মিয়া (২০) ও ধর্ষণের শিকার নারী উপজেলার ভুনবীর ইউনিয়নের আঐ গ্রামের বাসিন্দা।
ধর্ষণের শিকার হওয়া নারী (২৫) বলেন, গত সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ জেল খানায় আমার স্বামীকে দেখাতে আমার প্রতিবেশী কাজল মিয়া ও মতিন মিয়া আমাকে নিয়ে যায়। সেখান থেকে বের হয়ে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে দেখা করতে বলে। উকিলের সাথে দেখা করে তারা আমার স্বামীকে ছাড়িয়ে আনবে বলে আমাকে জানায়। পরে আমি তাদের সাথে যাই। তারা আমাকে শ্রীমঙ্গল শহরের হামিদা গেস্ট হাউজে নিয়ে একটি রুমে বসায়। অনেকক্ষB বসার পর তারা দুজনে আমার সাথে থাকা ৫ বছরের শিশুটিকে অন্য কক্ষে নিয়ে গিয়ে একজন একজন করে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তারা আমাকে গেস্ট হাউজে ফেলে রেখে চলে যায়। আমি সেখান থেকে বাড়ি ফিরে যাই। পরে আমি মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হই সেখানে আমার ডাক্তারি পরিক্ষা হয়। আমি অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে পারিনি। তবে মৌলভীবাজার সদর হাসপাতাল থেকে তথ্য পেয়ে শ্রীমঙ্গল থানার এক এস আই আমার সাথে ফোনে কথা বলেছিলেন। আমি গতকাল তাদের নামে থানায় অভিযোগও করি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মোঃ সোহেল রানা বলেন, ধর্ষিতা গৃহবধু অভিযোগ করেছেন গত ১৯ সেপ্টেম্বর সকালে তার গ্রেফতারকৃত স্বামীকে থানায় দেখিয়ে কোর্টের মাধ্যমে ছাড়িয়ে আনার জন্য একজন উকিলের সাথে পরামর্শ করার কথা বলে তাকে বাড়ি থেকে নিয়ে আসে। সকাল ১১টার দিকে শ্রীমঙ্গল শহরের একটি গেস্ট হাউজে গৃহবধুকে নিয়ে একটি রুমে বসায় কাজল ও মতিন। অনেকক্ষন বসার পর তারা দুজনে গৃহবধুর সাথে থাকা ৫ বছরের শিশুকে অন্য কক্ষে নিয়ে যায়। এরপর একজন একজন করে তাকে জোড় পূর্বক পালাক্রমে ধর্ষণ করে গেস্ট হাউজে রেখে চলে যায়। সেখান থেকে গৃহবধু বাড়ি ফিরে যায়, পরে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়।
শারীরিকভাবে অসুস্থ থাকায় থানায় অভিযোগ করতে দেরি হয় বলে তিনি অভিযোগে উল্লেখ করেছেন। তিনি জানান, আমাদের কাছে অভিযোগ করার পর আমরা দ্রুত ব্যবস্থা নিয়ে অভিযুক্তদের আজ উপজেলার আমরাইলছড়া থেকে গ্রেফতার করেছি। তাদের আজ রোববার মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে। এই বিষয়ে একটি মামলা হয়েছে। আমরা এই বিষয়ে আরো তদন্ত করছি। তদন্ত শেষে আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews