ক্যাম্পাস প্রতিনিধি, নিটার :: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার) এর শিক্ষার্থীরা। এ উপলক্ষে রবিবার, ৬ এপ্রিল নিটারের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে “নো ওয়ার্ক” কর্মসূচি পালনের ঘোষণা দেয়।
সোমবার (৭ এপ্রিল) বেলা ১২টার পর থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসের “ইয়ার্ন শেড” সংলগ্ন এলাকায় জড়ো হতে থাকে। বেলা ১২:৩০ মিনিটে তারা একটি শোকাবহ প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেইন গেইট সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
উক্ত বিক্ষোভে নিটারের পরিচালক প্রফেসর ড. আশেকুল আলম রানা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব বোরহান উদ্দিন বান্না, লেকচারার জনাব আবির খান, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার জনাব মোহাম্মদ সাইদুজ্জামান এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান জনাব মুয়াজ রহমানসহ অনেক শিক্ষক ও কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করে যোগ দেন।
শিক্ষার্থীরা দাবি করেন, গাজায় চলমান গণহত্যা মানবতার বিরুদ্ধে এক জঘন্য অপরাধ। বিশ্বের বিবেকবান মানুষদের এই বর্বরতার বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তারা।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২তম ব্যাচের এক শিক্ষার্থী নিটার সাংবাদিক সমিতি (নিসাস) এর প্রতিনিধি কে বলেন, “গাজায় চলমান গণহত্যা মানবতার চরম লঙ্ঘন। নিরীহ শিশু, নারী ও বেসামরিক মানুষের ওপর এই নিষ্ঠুর বর্বরতা অগ্রহণযোগ্য। মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এর তীব্র নিন্দা জানাই। বিশ্ব সম্প্রদায়ের উচিত অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যেন এই রক্তপাত বন্ধ হয় এবং ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়।”
উল্লেখ্য, এদিন দুপুরের মধ্যেই নিটারের বিভিন্ন বিভাগ — টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগ — ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেয় এবং গাজায় হামলার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান প্রকাশ করে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply