শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন

শিশু ভাতিজা হত্যার দায়ে চাচির যাবজ্জীবন কারাদন্ড

  • শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
প্রতীকি ছবি

মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ৭ বছরের ভাতিজা মাসুম মিয়া হত্যার দায়ে চাচি সেলি বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফারহানা ইয়াছমিন চাঞ্চল্যকর এ হত্যা মামলার রায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন বাবু দীপক চন্দ্র ধর।

বাদীপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আব্দুল ওয়াহিদ বলেন, মামলায় বাদী মাসুক মিয়াসহ ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা হয়। দীর্ঘ শুনানি ও উপস্থাপিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত হত্যার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ সাজা প্রদান করেন। আমরা মনে করি এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

জানা যায়, ২০১৬ সালে জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ৭ বছরের ছেলে মাসুম মিয়াকে বঁটি দা দিয়ে গলায় আঘাত করে হত্যা করেন তারই চাচি সেলি বেগম। এ ঘটনায় নিহত মাসুম মিয়ার পিতা মাসুক মিয়া বাদী হয়ে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews