এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বুধবার (৩০ জুলাই) থেকে আত্মপ্রকাশ করেছে ‘শ্রমজয়ী চা নারী জোট’। কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার ২৫টি চা বাগানের নারী চা শ্রমিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নারী জোট গঠন করা হয়।
জানা যায়, ইউরোপিয়ান ইউনিয়ন ও অক্সফাম এর সহযোগিতায় বেসরকারি সংস্থা প্রচেষ্টার বাস্তবায়নে চা বাগানের নারী চা শ্রমিকদের উন্নয়নে ‘ইডব্লিউসিএসএ’ নামক প্রকল্প ২০২৪ সাল থেকে ২৫টি চা বাগানে কাজ করছে। ২৫টি বাগানে ২৫টি নারী ফোরাম গঠনের মাধ্যমে ৫শত নারী শ্রমিক এই ফোরামের সদস্য।
প্রচেস্টা কার্যালয় প্রাঙ্গনে সরাসরি ভোটের মাধ্যমে লংলা চা বাগানের নীলিতা রাজভর ৩১ ভোট পেয়ে নারী জোটের প্রথম সভাপতি নির্বাচিত হলেন। সহ-সভাপতি পদে পাল্লাকান্দি চা বাগানের সুমিত্রা কৈরি ২৬ ভোট, সাধারণ সম্পাদত পদে হিঙ্গাজিয়া চা বাগানের প্রভাতি কুমার ২৩ ভোট, কোষাধ্যক্ষ পদে ঝর্না গাটুয়ার ৪৩ ভোট এবং প্রচার সম্পাদক অনিমা অলমিক ২২ ভোট পেয়ে বিজয়ী হন।
এ উপলক্ষ্যে ক্ষুদ্র নৃগোষ্টির নেত্রী মনিকা খোংলার সভাপতিত্বে এবং ফিল্ড অফিসার রাম নারায়ন রবি দাসের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি নবাব আলী আব্বাস খান। স্বাগত বক্তব্য দেন প্রচেস্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকি খান, মুল প্রবন্ধ উপস্থাপন করেন নন্দিতা নাইড়–। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার, বিজয়া চা বাগানের ম্যানেজার তাপস কুন্ডু, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি রামভজন কৈরি, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, চা শ্রমিক নেতা সঞ্জু গোস্বামী, ও নব নির্বাচিত নারী জোটের সভাপতি নীলিতা রাজভর প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply