নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি ::
খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তি জোগায়। দেশপ্রেম শেখায়, আনুগত্য শেখায় এবং একই সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। রোববার (0৩ আগষ্ট) বিকেলে উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সম্পদে পরিণত করতে হবে। খেলাই পারে একজন যুবককে মাদকসহ অন্যান্য অপরাধমূলক কাজ থেকে দূরে রাখতে। খেলাধুলার মধ্যে দিয়েই আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি। সারা বিশ্বের কাছে পরিচিত করতে পারি। খেলার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আগামীতে আত্রাইয়ের হারানো গৌরব ফিরিয়ে আনতে ছেলেদের সেভাবে গড়ে তোলার আহবান জানান ওসি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আয়োজক মোদাচ্ছের হোসেন দুলাল, আজিজার রহমান, জালাল মন্ডল, হাফিজুর রহমান, মোহাদ্দেস হোসেন পলাশ, আবুল হাসান, শাহিন হোসেন, আজাহার হোসেন, নজরুল ইসলাম, কমর হোসেন, আবু সাঈদ হেলাল, ডাবলু সরকার, মোফাজ্জল হোসেন, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন, সাংবাদিক নাজমুল হক নাহিদ প্রমুখ। খেলা পরিচালনা করেন আব্দুর রশিদ, তোজাম্মেল হক ডাবলু ও আব্দুল হামিদ।
খেলায় গাংচিল একাদশ ও সৈয়দপুর একাদশ অংশগ্রহণ করে ২-২ গোলে ড্র হওয়ায় সমান সমান পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply