কুলাউড়া শহর প্রতিনিধি ::
মৌলভীবাজারের :কুলাউড়া উপজেলায় মাদক বিক্রিতে বাধা দেওয়ার হামলার শিকার হয়েছেন এক প্রতিবাদি যুবক। ঘটনাটি ঘটেছে কুলাউড়া উপজেলার রাঙ্গি ছড়া বাজারে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে। এ ঘটনায় কুলাউড়া থানার হামলাকারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২২ আগস্ট শুক্রবার সকালে কুলাউড়া থানায় এজাহার দিয়েছেন গুরুতর আহত যুবক মো: সেলিম মিয়া(৩৫)।
এজাহার সুত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার রাংগিছড়া বাজার এলাকার লক্ষিপুর গ্রামের বাপ্পি (২৫)মাদক বহন করে নিয়ে যাচ্ছিল।এসময় বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া বাপ্পির পথরোধ করে বাধা দেয়।তখন বাপ্পি তার সহযোগীদের খবর দিয়ে এনে সংঘবদ্ধভাবে দেশীয় অস্র দিয়ে সেলিমের উপর হামলা চালানো হয়। সেলিম দৌড়ে যুবদল নেতা রাহেলের অফিসে গেলেও তারা ক্ষান্ত হয়নি। তাকে যুবদলের রাহেল মিয়ার অফিসে সন্ত্রাসীরা উপর্যুপরি আঘাত করতে থাকে। প্রতিবাদকারী সেলিমের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখন করে। সাথে সাথে এলাকাবাসী সন্ত্রাসীদের কবল হতে যুবক সেলিমকে উদ্ধার করে এবং কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন।
গুরুতর আহত সেলিম জানান, তিনি বাজারে ব্যবসা করেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে দেখতে পান বাপ্পি নামের যুবক মাদক নিয়ে যাচ্ছে তিনি প্রতিবাদ করলে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় সেলিম বাদি হয়ে বাপ্পি, মহিব আহমদ মেম্বার ও কাদির মিয়া নামক ৩ ব্যক্তির বিরুদ্ধে কুলাউড়া থানায় মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ ওমর ফারুক জানান তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হোসাইন জানান মাদক ব্যবসায়ীর কিংবা মাদক সেবনকারী কাউকে কোন ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে ।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply