মৌলভীবাজার প্রতিনিধি:: মৌলভীবাজার সদর উপজেলার শ্রীহট্ট ইকোনমিক জোন এলাকার পাশে শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সড়ক ও জনপথ বিভাগের ৭ কোটি ৫০ লাখ টাকার ১২০ শতক জমি উদ্ধার করা হয়েছে।
৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল থেকে বিকেল পযর্ন্ত সওজ ও জেলা প্রশাসন মৌলভীবাজার এর যৌথ উদ্যোগে শেরপুর মোড় সংলগ্ন সড়ক বিভাগের ভূমিতে অবৈধভাবে স্থাপিত প্রায় ৮৫টি অবৈধ স্থাপনা পাকা ও আধা পাকা দোকানপাট, বাউন্ডারি ওয়াল ও গ্যারেজ উচ্ছেদ করা হয়। ফলে সরকারের প্রায় ১ একর ২০ শতাংশ জমি উদ্ধার হয়। এর আগে দখলদারদের নোটিশ ও পরবর্তীতে মাইকিং করে সরে যাবার কথা বলা হলেও কেউ সরে না যাওয়াতে মঙ্গলবার ২ ঘন্টাব্যাপী বুলডোজার দিয়ে ৮৫টি দোকানপাট গুড়িয়ে ফেলা হয়।
এ সময় মৌলভীবাজার সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো: কায়সার হামিদ, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আকিব উল্লাহসহ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply