সিলেট প্রতিবেদক ::
সিলেট মহানগর পুলিশ কমিশনার ঘোষণা পর অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে পুলিশ। ঘোষণা বলা হয়, ব্যাটারিচালিত রিকশা নগরে চলতে দেওয়া হবে না। চলমান অভিযানেও পুলিশ সবচেয়ে বেশি কঠোর অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে।
এর প্রতিবাদে বৃহস্পতিবার সিলেট নগরে ব্যাপক বিক্ষোভ করেন অটোরিকশা মালিক শ্রমিকরা। এদিন সড়ক অবরোধ, মিছিল, অবস্থান কর্মসূচী করনে তারা। পরে জেলা প্রশাসক বরাবরে স্মাকলিপি দিয়ে ছয় দফা দাবি জানান।
বৃহস্পতিবার নগরের চৌহাট্টা আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে থাকেন শত শত রিকশাচালক। পরে দুপুর ১২টার দিকে তারা মিছিল নিয়ে চৌহাট্টা পয়েন্টে এসে পৌঁছান এবং সেখানে সড়কে বাঁশ ফেলে অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশি উপস্থিতিতে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়নি। চালকদের উত্তেজিত স্লোগানে পুরো এলাকা সরব হয়ে ওঠে।
এরপর মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে অবস্থান নেন তারা। পরে সিলেটে ব্যাটারি চালিত রিক্সার রোড পারমিট প্রদানসহ ৬ দফা দাবিতে সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
রিকশা মালিক-শ্রমিকদের ছয় দফায় রয়েছে- ব্যাটারি চালিত রিক্সা/ ইজিবাইক চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার কররেত হবে।
অবিলম্বে এসব রিকশাকে রোড পারমিট দিতে হবে।
রেকার বিল ৫০০ টাকা করত হবে।
বিকল্প ব্যবস্থা না হওয়া পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা ধরা বন্ধ করতে হবে।
হঠাৎ করে ব্যাটারি চালিত রিক্সা বন্ধ না করে কমপক্ষে ৬ মাসের সময় দিতে হবে।
ভিআইপি রোড বাদ দিয়ে নগরীর অন্যান্য রোডে ব্যাটারি চালিত রিক্সা চলাচলের ব্যবস্থা করতে হবে।
সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ ইজি বাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের নেতৃত্বে এ স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার। তিনি স্মারকলিপি গ্রহণ করে শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনাক্রমে সমাধান করা হবে।
তবে শুক্রবারও সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী এক লেখায় বলেছেন, সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে দেওয়া হবে না। ঝুঁকিপূর্ণ এসব রিকশার বিরুদ্ধে নগরবাসীকে সোচ্চার হওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply