সিলেট সংবাদদাতা :: সিলেট নগরের যানজট ও হকার মুক্ত করতে চলমান অভিযান পরিচালনা করছে জেলা প্রশাসন ও মেট্রোপলিটন পুলিশ। অভিযানের দ্বিতীয় দিন সোমবার (২০ অক্টোবর) রাতে নগরীর আম্বরখানা ও জিন্দাবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন সিলেটের ডেপুটি কমিশনার (ডিসি) মো. সারওয়ার আলম ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এছাড়াও নগরীর জিন্দাবাজার এলাকায়ও অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার শিহাব সারার অভি।
এসময় অভিযান চলাকালে নগরীর হকার উচ্ছেদ এবং দোকানপাটের বাহিরে রাখা জিনিসপত্র ভেতরে রাখার নির্দেশনা দেন তারা। সোমবার রাস্তা দখল করে জিনিসপত্র বিক্রি করা সকল প্রতিষ্ঠানকে সর্তক করে দিলেও আগামী থেকে এমন কর্মকাণ্ডের জন্য সরাসরি জরিমানা আরোপ করা হবে বলেও জানানো হয়।
এ ব্যপারে সিলেট জেলা প্রশাসনের সহকারি কমিশনার শিহাব সারার অভি জানান, হকার উচ্ছেদ ও যানজটহীন নগরীর গড়ে তুলতে ডিসি মহোদয়ের নির্দেশে আমরা অভিযান পরিচালনা করছি। হকার উচ্ছেদ হলেও নগরীর অনেক মার্কেটের দোকানদার তাদের জিনিসপত্র বাহিরে রেখে বিক্রি করেন, যাতে করে সাধারণ মানুষের চলাচলে সমস্যা হয়, তাই আজকে আমরা অভিযান চালিয়ে তাদের সর্তক করে করে দিয়েছি, কিন্তু আগামীকাল থেকে যদি তারা রাস্তায় জিনিসপত্র বিক্রি করেন তাহলে আমরা জরিমানার আওতায় নিয়ে আসব।
এসময় তিনি এমন অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান।
এদিকে, সিলেটের যানজট নিরসনে সোমবার বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত জনস্বার্থ সংশ্লিষ্ট এক প্রজ্ঞাপনে নগরীর যানবাহন চলাচল ও পার্কিং নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। নতুন আদেশে পার্কিং ও যানবাহন চলাচল সংক্রান্ত তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে।
এসএমপির জারিকৃত আদেশের মধ্যে রয়েছে, রাস্তার সংযোগস্থলের কেন্দ্রবিন্দু থেকে ২৫ গজ পর্যন্ত এলাকায় পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ। অর্থাৎ, নগরীর যেকোনো মোড় বা ক্রসিংয়ের নিকটবর্তী এলাকায় কোনো যানবাহন থামানো বা পার্কিং করা যাবে না। দুই লেনের সড়কে কোনো ধরনের পার্কিং করা যাবে না। এতে সরু সড়ক বা মধ্যপথে গাড়ি দাঁড় করিয়ে রাখার প্রবণতা বন্ধ হবে বলে আশা করা হচ্ছে। নির্ধারিত পার্কিং স্থানে শুধুমাত্র এক লাইনে এবং অনুমোদিত সংখ্যক যানবাহন রাখা যাবে। একাধিক সারিতে গাড়ি রাখলে সেটি নিয়মভঙ্গ হিসেবে গণ্য হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সিলেট মেট্রোপলিটন পুলিশ আইন, ২০০৯-এর ২৭(১) ধারা অনুযায়ী ফুটপাত বা সড়কে যানবাহন রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ।
এ ব্যাপারে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, যানজট নিরসন এবং হকার মুক্ত সিলেট গড়তে এমন নির্দেশনা দেয়া হয়েছে। যদি কেউ আইন অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply