সিলেট সংবাদদাতা :: সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনের স্থগিতাদেশ প্রত্যাহার করলো বাণিজ্য মন্ত্রনালয়। তবে ১ নভেম্বর নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন চেম্বারের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সাঈদা পারভীন। সোমবার (২৭ অক্টোবর) রাতে সিলেট ভয়েসকে এ তথ্য জানান তিনি।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক সাঈদা পারভীন বলেন, ‘যেহেতু বাণিজ্য মন্ত্রনালয় স্থগিতাদেশ দিয়েছে সেক্ষেত্রে আমাদের এখন কিছুই করার নাই। যাদের আবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত হয়েছে তারা যদি এটি প্রত্যাহার করে বাণিজ্য মন্ত্রনালয় থেকে চিঠি নিয়ে আসেন তবুও ১ নভেম্বর আর নির্বাচন সম্ভব নয়। কারণ নির্বাচনের প্রস্তুতি আছে, এখানে অনেকগুলো বিষয় রয়েছে, কেন্দ্র নির্বাচন করা, পোলিং এজেন্ট নিয়োগ দেয়া তাছাড়া ব্যালট পেপার ছাপানো তাদের আবারও ওএমআর শিট প্রয়োজন হয় সেজন্য অনেক কাজ করা প্রয়োজন যা এখন স্থগিতাদেশ আনলেও আগের তারিখে সম্ভব নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা গেল ২১ অক্টোবর চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি, সেই তালিকা প্রকাশ করার জন্য আমরা যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে সরজমিনে তদন্ত করে তারপর তালিকা প্রকাশ করেছি তারপরও যেহেতু এখানে আপত্তি এসেছে সেক্ষেত্রে আমাদের কিছুই করার নাই, তাই এখন সবটাই বাণিজ্য মন্ত্রনালয়ের উপর।’
এর আগে সোমবার সকালে নিবার্চনের স্থগিতাদেশ বাতিলে করে নির্ধারিত সময়ে নির্বাচন দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ এবং একই দাবিতে দুপুরে সংবাদ সম্মেলন করে সিলেট ব্যবসায়ী ফোরাম।
উল্লেখ্য, আগামী ১ নভেম্বর দি সিলেট চেম্বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ইতোমধ্যে তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ নির্বাচনের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তবে রোববার (২৬ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন–১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডকে জানানো হয়।

caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply