সিলেট সংবাদদাতা ::

অসামাজিক কার্যকলাপের অভিযোগের দায়ে গত অক্টোবর মাসে সিলেট নগরীর ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)। পাশাপাশি এসব কাজে জড়িত মোট ৭২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে হোটেল থেকে অসামাজিক কাজের অভিযোগে আটক করা হয়েছে ১৯ জনকে। এছাড়া ভিকটিম উদ্ধার করা হয়েছে ১৪ জন।
রোববার সিলেট মহানগর পুলিশের মিডিয়া উইং থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয় একমাসে গ্রেপ্তার হওয়া ৭২৫ জনের মধ্যে চোর ৫৬ জন, ছিনতাইকারী ১৭ জন, মাদক ব্যবসায়ী ৬৩ জন, জুয়াড়ি ১২২ জন রয়েছেন। এছাড়া একমাসে ১ হাজার ৯৯১টি যানবাহন জব্দ করেছে পুলিশ।
একমাসে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ইয়াবা: ১৭৩০ পিস, গাঁজা: ০৪ কেজি ২২০ গ্রাম, বিদেশী মদ: ৭১৩ বোতল, চোলাই মদ : ১৪৫ লিটার ও ফেন্সিডিল : ২১ বোতল
উদ্ধারকৃত চোরাচালান পণ্যের মধ্যে রয়েছে- ভারতীয় পেয়াজ ৭,৯২০ কেজি, ভারতীয় ৩১ পিস কাতান শাড়ী, ভারতীয় ৩,৭৪৩ পিস চকলেট, ভারতীয় মেন্টস রেনবো চকলেট ১,৪২৫টি, ভারতীয় ৪,২০,০০০ শলাকা নাসিরুদ্দীন বিড়ি ও ৩৬৩ পিস সাবান, ভারতীয় কম্বল ৬৪ পিস, ভারতীয় শাড়ি ২০৭১পিস, ভারতীয় চকলেট ৩১ প্যাকেট, স্কিন কেয়ার ক্রিম ১৬০০ পিস, ভারতীয় ১,৬৮,০০০ শলাকা বিড়ি, বিদেশী সিগারেট ৭৭০ প্যাকেট, ভারতীয় চা পাতা ৯,২১৪ কেজি, ভারতীয় ১,৪৪০ কেজি কেনু, ভারতীয় ৫২ বস্তা জিরা, মোবাইল হ্যান্ডসেট ২৬ টি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply