সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও শিক্ষাসেবার মানোন্নয়নের লক্ষ্যে দুই শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর প্রেরণা ভিত্তিক সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গলের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন।
সনাক শ্রীমঙ্গলের সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও এরিয়া কো-অর্ডিনেটর মো. আবু বকরের সঞ্চালনায় অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সনাক শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ও সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ।
গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন, মনাইউল্লাহ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইলাছ আহমেদ, পশ্চিম শ্রীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবর্ণা চক্রবর্তী, সনাকের সাবেক সভাপতি প্রবীর সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সাবেক সভাপতি দ্বিপেন্দ্র চন্দ্র ভট্টাচার্য, বর্তমান সহ-সভাপতি কাজী আসমা আক্তার, এস এ হামিদ, স্থানীয় মুরব্বি কেরামত আলী ও ইউপি সদস্য মো. মহসিন মিয়া।
গণশুনানিতে দুই প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা, অবকাঠামো, শিক্ষার্থী উপস্থিতি, অভিভাবকদের অভিযোগ ও প্রয়োজনীয় সুপারিশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply