এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতার বিএনপিতে যোগদানকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে আলোচনা, কানাঘোষা ও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বিএনপির তৃণমূল পর্যায়ে।
জানা গেছে, কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ফকিরপাড়া এলাকার বাসিন্দা আব্দুল আলীম কামাল আহমদ ২০১৭ সালে ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। সে সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর স্বাক্ষরে গঠিত কমিটিতে তিনি দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি এলাকায় সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।
৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্যান্য নেতাদের সঙ্গে তিনিও আত্মগোপনে চলে যান। কয়েক মাস পর পরিস্থিতি স্বাভাবিক হলে তিনি প্রকাশ্যে চলাফেরা শুরু করেন এবং ধীরে ধীরে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ান। সম্প্রতি উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও ধানের শীষের মনোনীত প্রার্থীর সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বিস্ময় প্রকাশ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন নেতা বলেন, ইউনিয়নে দায়িত্ব পালনকালে তিনি নিজেকে অত্যন্ত প্রভাবশালী হিসেবে উপস্থাপন করতেন। দ্রুত রাজনৈতিক অবস্থান পরিবর্তন করায় তারা হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
অন্যদিকে, বিএনপির তৃণমূল পর্যায়েও বিষয়টি নিয়ে ভিন্নমত দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে নানামুখী মন্তব্য করছেন নেটিজেনরা।
এ বিষয়ে আব্দুল আলীম কামাল আহমদ মুঠোফোনে বলেন, তিনি গত ৬ জানুয়ারি কুলাউড়ায় আনুষ্ঠানিকভাবে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বিএনপিতে যোগদান করেন। বর্তমানে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুরের নেতৃত্বে দলের কার্যক্রমে সক্রিয় রয়েছেন বলে জানান তিনি।
কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আব্দুল আলীম কামাল কিছুদিন আগে বিএনপির সিনিয়র নেতাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই যোগদান স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং এর প্রভাব আগামী দিনে আরও স্পষ্ট হয়ে উঠবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply