বড়লেখা প্রতিনিধি:
বড়লেখায় ভয়াবহ অগ্নিকান্ডে বিধবা রিতা বেগমের বসতবাড়ির সব কিছুই পুড়ে ছাঁহ হয়ে গেছে। ভস্মিভুত হয়েছে প্রতিবেশি ফয়ছল আহমদের একটি প্রাইভেট কার ও খড়ের ঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি তবে, এ নিয়ে এলাকায় রহস্য দেখা দিয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের শংকরপুর গ্রামের হাজী ইছরাক আলীর বাড়িতে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে বড়লেখা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘ চেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, এর আগেই সবকিছু পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসি জানান, অগ্নিকান্ডের সময় বিধবা রিতা বেগমের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিলেন না। বসত ঘরের পশ্চিম দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে তিনি চিৎকার শুরু করেন। লোকজন ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। ততক্ষণে বসতঘর, পাশে থাকা একটি খড়ের ঘর সম্পুর্ণ পুড়ে ছাঁই হয়ে যায় এবং প্রতিবেশির একটি প্রাইভেট কার ভুস্মভুত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে আসায় পার্শবর্তী বসত ঘর রক্ষা পায়। অগ্নিকান্ডের সূত্রপাত নিয়ে এলাকায় রহস্যের সৃষ্ঠি হয়েছে।
বড়লেখা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার এমামুল হক সুমন জানান, খরব পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই একটি বসত ঘর ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। খড়ের ঘরে আগুন জ্বলছিল, আগুন নিয়ন্ত্রণে আসায় পাশাবর্তী আরেকটি বসত ঘর রক্ষা পেয়েছে। অগ্নিকান্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply