মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলা থেকে কচুয়ারপাড় মাধাইখেল সংযোগকারী সেতুটি দীর্ঘ ৩৯ বছর ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। দুই প্রত্যন্ত এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সেতুটি বর্তমানে এলাকাবাসীর জন্য এক চরম দুর্ভোগ ও আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষা ও বন্যার সময় সেতুটি এক ভয়ংকর রূপ ধারণ করে, যা সাধারণ মানুষের চলাচলকে প্রায় অসম্ভব করে তোলে।
প্রথম অবস্থায় সরকারি কোনো পদক্ষেপ না পেয়ে এলাকাবাসীর ভোগান্তি লাঘবে এগিয়ে এসেছিলেন তৎকালীন ওয়ার্ড মেম্বার মো. আবুল হোসেন ব্যাপারী । তিনি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে কাঠের পাটাতন দিয়ে সেতুটি কোনোমতে চলাচলের উপযোগী করে দেন। দীর্ঘ সময় ধরে দুই এলাকার মানুষ এই কাঠের সেতুর ওপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে সংস্কারের অভাবে বর্তমানে সেই কাঠের কাঠামোটিও ভেঙে পড়ার উপক্রম হয়েছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
এ বিষয়ে উপজেলার সাবেক মেম্বার মো. আবুল হোসেন ব্যাপারী বলেন, সেতুটি সরকারিভাবে পাসের প্রক্রিয়া প্রায়ই সম্পন্ন হয়েছিল। কিন্তু দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও সরকার পতনের কারণে কাজটির সূচনা হয়নি। ।”
স্থানীয় বাসিন্দারা জানান, বছরের পর বছর পার হয়ে গেলেও এই জনগুরুত্বপূর্ণ সেতুটির স্থায়ী সমাধানে সরকারি কোনো কার্যকরী পদক্ষেপ দৃশ্যমান হয়নি। তারা আক্ষেপ করে বলেন, “আমরা জানি না আদৌ কোনোদিন এখানে নতুন সেতু হবে কি না, নাকি আমাদের আজীবন এই মরণফাঁদ দিয়েই যাতায়াত করতে হবে।”
জামতলা ও কচুয়ারপাড় এলাকার কয়েক হাজার মানুষের অর্থনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড সচল রাখতে এই সেতুটি পুনর্নির্মাণ করা জরুরি। স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সেতুটির নির্মাণ কাজ দ্রুত শুরু করা প্রয়োজন।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply