গাজীপুর প্রতিনিধি: প্রশাসনের চোঁখে ধূলা দিয়ে এবং সামাজিক ব্যবস্থার জাতাকলে পিষে নিস্পেষিত হচ্ছে অত্র অঞ্চলের সংখ্যালঘু জাতি গোষ্ঠীর সদস্যরা। স্বভাবিক জীবন প্রবাহ বজায় রাখতে প্রতিনিয়ত হিমশিম খাচ্ছে বেশ কিছু সংখ্যা লঘু পরিবার। জানা যায় যে, ধনুন গ্রামের বাসিন্দা ও সাধু নিকেলাস গির্জার আওতাধীন রোজারিও পরিবারের বেশ কিছু সদস্য দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি দিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রাম বাসীর বরাত দিয়ে জানা যায় যে, রোজারিও পরিবারের সদস্যরা প্রথমে মৌলবাদী সদস্যদের দ্বারা চাঁদাবাজির শিকার হন। ক্রমাগত বৈষম্যতার দায়ে তারা অন্যত্র গমন করেও নির্ভয়ে বসবাস করতে পারেননি। তাদের মতো আরো অনেক পরিবার আজ গ্রাম ছাড়া হয়ে দেশ ছেড়েছেন। তাহলে দেশ কি ব্যর্থ হলো এসব পরিবারকে নিরাপত্ত দিতে ?
Leave a Reply