নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ৮জন আজুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। রোববার ১৫ নভেম্বর সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলো, উপজেলার জালুপোয়াতা গ্রামের হিমাংশু ছেলে হিরোন চন্দ্র ভৌমিক (৪৮), ধীরেন চন্দ্রের ছেলে সুনীল প্রামানিক (৩৭), মৃত ফাদিলের ছেলে আইয়ুব আলী (৪৮), মৃত মালেকের ছেলে মাজেদ (৩৫), ফনি ভুষনের ছেলে ডিনার প্রামানিক (২৭), মৃত আব্দুল ছাত্তারের ছেলে পান্নু বেপারী (৪৮), মৃত. মজিবরের ছেলে আলম বেপারী (৪৭), সুধীর চন্দ্রের ছেলে রতন কুমার (৪৮)।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, শনিবার রাত ১টার দিকে উপজেলার জালুপোয়াতা গ্রামের হিরোন চন্দ্রের বসতবাড়িতে কয়েকজন জুয়াড়ি মিলে জুয়া আসর বসিয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার রাত ১টার দিকে সেখানে অভিযান চালিয়ে ৮জন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং রবিবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। #
Leave a Reply