নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) ::
নওগাঁর আত্রাইয়ে চুরি যাওয়া মিটারসহ চোর চক্রের মূল হোতাকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
আটককৃত চোর নওগাঁ সদর উপজেলার রজাকপুর মহল্লার আবুল হোসেনের ছেলে পাপ্পু হোসেন (২৩)।
০৩ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গত এক দেড় মাসে উপজেলার বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে মিটার চুরির হিড়িক পড়ে যায়। চোরেরা এসব মিটার খুলে নিয়ে গিয়ে সেখানে মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়। ওই নম্বরে যোগাযোগ করলে তারা মোটা অংকের টাকা চেয়ে বসে। অনেকেই বাধ্য হয়ে টাকা দিয়ে এসব মিটার উদ্ধার করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গত নভেম্বর মাসের শেষের দিকে আত্রাই উপজেলা চেয়ারম্যানের ইটভাটা, নাহার গার্ডেন কমপ্লেক্স ও রসুলপুর চালকলসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে প্রায় ১২ টি মিটার চুরি হয়ে যায়। প্রত্যেকটি স্থানেই চোরেরা মোবাইল নম্বর সম্বলিত কাগজ রেখে যায়।
এদিকে মিটার চুরি হয়ে যাওয়ায় ইটভাটা মালিক শহিদুল ইসলাম, নাহার গার্ডেনের সত্বাধিকারী এসএম রেজাউল ইসলাম রেজু গত ২৮ নভেম্বর আত্রাই থানায় পৃথক পৃথক জিডি করেন।
গত বুধবার আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ওই জিডির সূত্র ধরে নিজেরা চুরি যাওয়া মিটারের মালিক সেজে চোরকে তার দাবিকৃত টাকা দেয়ার কথা বলে চোরের কথা অনুযায়ী নওগাঁ সদরের রজাকপুর মহল্লায় যায় এবং টাকা দেয়ার সময় তাকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে চোরের দেয়া তথ্য অনুযায়ী উপজেলার মহাদিঘী বারুণীতলা একটি খরের পালার ভেতর থেকে দুইটি মিটার উদ্ধারও করেন।
এ বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আত্রাই জোনের এজিএম ফিরোজ জামান বলেন, গত এক মাসে আমাদের বিভিন্ন গ্রাহকের প্রায় ১২ টি মিটার চুরি হয়েছে। এর মধ্যে ১০ টি উদ্ধার হয়েছে।
এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার মনে হয় একটি সংঘবদ্ধ চক্র এ কাজের সাথে জড়িত। পর্যায়ক্রমে সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। #
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply