এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস পালন করেছে উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা করে উপজেলা প্রশাসন। সকাল ৭ টায় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে প্রশাসন। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান ও মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান।
এরপর ওই চত্বরে বঙ্গবন্ধুর মুরালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান। এদিন দু’জন মুক্তিযোদ্ধার নামে দু’টি সড়কের নামকরণের ফলক উন্মোচন করা হয়।
কদমতলা থেকে শিমুলবাড়ী সড়কের নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা বদরুজ্জামান মিয়া, বীর প্রতীক সরণী। ফুলবাড়ী বাজার থেকে ফুলসাগর সড়কটির নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা শহিদ লুৎফর রহমান সরণী।#
Leave a Reply