এইবেলা, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ীতে পিকআপ ভ্যানের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামক একজন নিহত হয়েছে। সে জুড়ী উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আব্দুর রহমানের ভাতিজা।
রোববার ১০ জানুয়ারি বেলা ১২ টার দিকে জুড়ী – লাঠিটিলা রোডের তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের সামনে ব্রিজের পাশে গোয়ালবাড়ি দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে জুড়ী থেকে কলেজ মাঠে যাওয়ার পথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সে মারাত্বকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হোসাইন আহমদ উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে রফিক সুমন বলেন, হোসাইন আহমদ জুড়ী কলেজ থেকে ২০১৭ সালে এইচএসসি পাশ করে। সে একজন ভালো খেলোয়াড় ছিল, কোয়াবের আয়োজনে জুড়ী কলেজ মাঠে চলা আলহাজ্ব শাহাব উদ্দিন প্রাইজ মানি খেলার ২য় রাউন্ডে খেলতে যাওয়ার পথে এ দূর্ঘটনার শিকার হয়
জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিক আপ ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। #
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply