এইবেলা, কুড়িগ্রাম ::
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের ১০০জন শিক্ষার্থীর মাঝে জ্যাকেট বিতরন করা হয়েছে।
সোমবার ১১ জানুয়ারি বিকেলে কুড়িগ্রামের সদ্য বিদায়ী ও পাবনা জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম’র উদ্যোগে এসব জ্যাকেট বিতরণ করা হয়।
সুখাতি বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আলমগীর হোসাইন বলেন, এসপি স্যার ১০০জন শিক্ষার্থীর জন্য জ্যাকেট পাঠিয়েছেন।
সেগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। জ্যাকেট পেয়ে আনন্দিত আমাদের বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।
তিনি কুড়িগ্রামে থাকা কালীন সময়ে নিজ দায়িত্বের পাশাপাশি হাজারো মানবিক কাজ করে জয় করেছেন কুড়িগ্রামের সাধারণ মানুষের মন। যার অংশ হিসেবে কুড়িগ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য চিকিৎসা প্রশিক্ষণ ও থেরাপি ভিত্তিক সমন্বিত স্কুল সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের পাশে বাড়িয়ে দিয়েছিলেন মানবতার হাত।কুড়িগ্রামে থাকাকালীন সময়ে অসংখ্য সাহায্য সহযোগিতা করে হৃদয়ে স্থান করে নিয়েছিলেন বিশেষ শিশুদের।
পাবনার নবাগত মানবিক পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, কুড়িগ্রামে থাকাকালীন নিজস্ব উদ্যোগে সুখাতী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের শিক্ষার্থীদের পোশাক, খাবার ও ঈদ উপহারসহ নানারকম সহযোগীতা করা হয়েছে।তারই ধারাবাহিকতায় পাবনায় থেকেও তাদেরকে জ্যাকেট উপহার দেওয়া হয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply