এইবেলা, বড়লেখা ::
বড়লেখায় খালিক আহমদ রায়হান ট্রপি এন্ড ট্রপি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে শেওরাডিগা সুপার ষ্টার ক্রিকেট ক্লাবকে হারিয়ে শিমুলিয়া ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। স্থানীয় মাঠে রোববার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুনামেন্টের সভাপতি ও কাঠালতলী জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদের সভাপতিত্বে ও ধারাভাস্যকার আখতার হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ময়নুল হক, বাংলা টিভি ও মানবজমিনের উপজেলা প্রতিনিধি মো. রুয়েল কামাল, ব্যবসায়ী এখলাস উদ্দিন, জাগরণ সমাজ কল্যাণ যুবসংঘের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফাহিম, সমাজসেবক জহির উদ্দিন জানু, ছানা মিয়া প্রমুখ।#
Leave a Reply