কমলগঞ্জে আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন : ১৮ জন বিজয়ী কমলগঞ্জে আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন : ১৮ জন বিজয়ী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেরো বছর পর দেশে ফিরছেন স্পেন বিএনপির সম্পাদক রমিজ উদ্দিন! বড়লেখায় সৌর বাতিতে আলোকিত গ্রামীণ রাস্তা- কমবে অপরাধ বাড়বে নিরাপত্তা ওসমানীনগরে এ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ ঐক্যবদ্ধ হয়ে সকলকে দলের কাজ করতে হবে : ফয়জুল করিম ময়ূন কমলগঞ্জে গৃহনির্মাণ সামগ্রী কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করল গুড নেইবারস বাংলাদেশ কুলাউড়ার কর্মধা ইউপি চেয়ারম্যান আজাদ ও হাজীপুরের গুলজার মেম্বার আটক বড়লেখায় শহীদ জিয়া স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট উদ্বোধন কুলাউড়ার বিএনপি নেতা মনাফ মেম্বার হত্যাকান্ড : ১৫ বছর থেকে ন্যায় বিচার বঞ্চিত পরিবার দু’সপ্তাহের বকেয়া মজুরি পেয়ে কাজে ফিরলেন এনটিসি চা বাগানের শ্রমিকরা কমলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত ও জয়িতা সংবর্ধনা প্রদান

কমলগঞ্জে আল্ট্রা ট্রেইল ম্যারাথন সম্পন্ন : ১৮ জন বিজয়ী

  • শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১

এইবেলা, কমলগঞ্জ ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ‘আল্ট্রা ট্রেইল ম্যারাথন’ সম্পন্ন হয়েছে। এতে বিদেশের ৩০ জনসহ বাংলাদেশের ৫৭০ জন নারী-পুরুষ রানার অংশগ্রহণ করেছেন।

শুক্রবার ২৯ জানুয়ারি বিটিআরএ (বাংলাদেশ ট্রেইল রানিং অ্যাসোসিয়েশন) এর সদস্য শমশেরনগর রানার্স কমিউনিটি’র (এসএনআরসি) আয়োজনে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। এতে ১৮জন রানার বিজয়ী হয়েছেন।

আয়োজক সূত্রে জানা যায়, আন্তজার্তিক মান বজায় রেখে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আল্ট্রা ট্রেইল ম্যারাথনে’ ভারত, শ্রীলঙ্কা, ভুটান, জার্মানীসহ ১৭টি দেশের ৩০ জন বিদেশী রানার এবং বাংলাদেশের নিশাত মজুমদারসহ নারী-পুরুষ সমন্বয়ে অংশগ্রহণকারী রানাররা আগেই নিবন্ধন করেন। দেশী-বিদেশী রানারদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ গ্রহণকারীদের নিরাপত্তা, স্বাস্থ্য সেবা দেখাশুনাসহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

আয়োজক কমিটির সাধারণ সম্পাদক নবিল শমশেরী জানান, আন্তজার্তিক মান বজায় রেখে শুক্রবার ভোর ৫টা থেকে এই ইভেন্ট শুরু হয়। ৩টি ধাপে আল্ট্রা ট্রেইল ম্যারাথনে অংশ নেন ৫৭০ জন রানার। শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান ঘুরে ১০ কিলোমিটার দূরত্বের ট্রেইল ম্যারাথনে ১৭০ জন, শমশেরনগর চা বাগান মাঠ থেকে দেওছড়া চা বাগান হয়ে ডবলছড়া ঘুরে চা বাগান মাঠে ফিরে এসে ২১ দশমিক ১ কিলোমিটার দূরত্বে ২৪০ জন রানার এবং শমশেরনগর চা বাগান মাঠ থেকে ডবলছড়া চা বাগান ঘুরে পুনরায় চা বাগান মাঠ পর্যন্ত ৫০ কিলোমিটার ম্যারাথনে ১৬০ জন রানার অংশগ্রহণ করেন।

৫০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন মাহফুজ শাওন, দ্বিতীয় শামসুজ্জামান আরাফাত, তৃতীয় কমলকৃষ্ণ রানা এবং নারীদের মধ্যে প্রথম হন আমেরিকার রানার রনি এন্ডারসন, দ্বিতীয় শিফাত ফাহমিদা ও তৃতীয় নিশাত মজুমদার।

২১ কিলোমিটার ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন আল আমীন, দ্বিতীয় যৌথভাবে সাব্বির ও কাশেম এবং তৃতীয় আব্দুল আউয়াল।

নারীদের মধ্যে প্রথম নাসরিন বেগম, দ্বিতীয় মোছা: নাসরিন ও তৃতীয় নাজনিন সুলতানা। ১০ কিলোমিটার আল্ট্রা ট্রেইল ম্যারাথনে পুরুষদের মধ্যে প্রথম হন সাবেহীন মারজান, মিজান আহমেদ ও জহিরুল ইসলাম এবং নারীদের মধ্যে প্রথম শিউলী শবনম, মবি সূত্রধর ও নদী ওহাব।

পরে বিকেল ৩ টায় শমশেরনগর চা বাগান মাঠে সমাপনী অনুষ্ঠানে শমশেরনগর ইউপি চেয়ারম্যান মো. জুয়েল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট লিডিং ইউনির্ভাসিটি ভারপ্রাপ্ত চ্যান্সেলর বনমালী ভৌমিক।

অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews