এইবেলা, মৌলভীবাজার ::
নন্দিত জাতীয় দৈনিক সময়ের আলো’র দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে ০২ মার্চ মঙ্গলবার মৌলভীবাজার পৌরসভার সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাইদুল হাসান সিপন। এরপর বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস আহমদ, বিটিভি’র জেলা প্রতিনিধি হাসনাত কামাল, সময় টিভির জেলা প্রতিনিধি শাহ অলিদুর রহমান, যমুনা টেলিভিশন ও বণিক বার্তা’র জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুর রব, বাংলাদেশ প্রতিদিন’র জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, চ্যানেল ২৪’র জেলা প্রতিনিধি এম.এ হামিদ, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাউদ্দিন ইবনে শিহাব, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তুহিনুর রশিদ, এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি রিপন দে, আলোকিত সময়ের জেলা প্রতিনিধি মো. আমির, বাংলাদেশ টুডে কুলাউড়া প্রতিনিধি শাকির আহমদ, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ, ঢাকা পোস্ট’র জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈমসহ গণমাধ্যম কর্মীরা।
পরে পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি সাইদুল হাসান সিপন উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পথ চলায় সকলের সহযোগিতা কামনা করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply