ইতালি প্রতিনিধি ::
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল মিলান ৭ মার্চ উদযাপন করে। দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ দিবস উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয় যেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।
পরবর্তীতে দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পড়ে শোনানো হয়।
কনসাল জেনারেল ইকবাল আহমেদ তাঁর বক্তব্যে বলেন ৭ মার্চের ভাষণ ছিল মূলতঃ বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা এবং অলিখিত এই ভাষণটির প্রতিটি শব্দ ও বাক্য সেদিনের পরিস্থিতি ও অনুভূতির সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রত্যক্ষদর্শী অনেকের জবানীতে ইদানিং সেদিনের নানা অব্যক্ত ঘটনা ফুটে উঠছে। তিনি সকলকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পড়ে নিজেদের সমৃদ্ধ করার আহবান জানান। উল্লেখ্য বিদ্যমান করোনা পরিস্থিতির কারনে অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।#
Leave a Reply