স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সম্পাদক আব্দুল হাফিজ বড়লেখা পাবলিকেশন সোসাইটির কাউন্সিল ও প্রবাসি সংবর্ধনা কুলাউড়ায় শ্রেণিকক্ষে সিলিং ফ্যান পড়ে ছাত্রী আহত নিখোঁজের পর লাশ শনাক্ত করে কুলাউড়ায় দাফন করা কিশোরকে নবীগঞ্জে জীবিত উদ্ধার পুলিশের ! বিজিবির অভিযান- ভারতীয় চোরাই পণ্যবাহী প্রাইভেট কারসহ বড়লেখার যুবক আটক শ্রীমঙ্গলে৮ দফা দাবিতে সর্বস্তরের ট্রেন যাত্রীদের মানববন্ধন কমলগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচির উদ্বোধন আ.লীগ বারবার গণতন্ত্রকে গলাটিপে হত্যার চেষ্টা চালিয়েছে- জিকে গউছ কুলাউড়ার ভূকশিমইলে বিএনপির কমিটিতে আ’লীগ পূর্নবাসনের অভিযোগ! কুলাউড়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় সন্ত্রাসী হামলা

স্বাধীনতা দিবস উপলক্ষে ভেনিসে প্রতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

 ইতালি প্রতিনিধি ::

ইতালির ভেনিসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মিলান বার্তা পত্রিকার আয়োজনে ভেনিস ক্রিকেট ক্লাবের সার্বিক সহযোগিতায় বৃহত্তর কুমিল্লা সমিতির পৃষ্টপোষকতায় স্বাধীনতা কাপ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্টিত হয়েছে। রবিবার স্থানীয় ক্রিকেট মাঠে অনুষ্ঠিত উক্ত খেলায় ভেনিস ক্রিকেট ক্লাবের গ্রিন ও সাদা দল অংশগ্রহণ করে।

গ্রিন দলের অধিনায়ক নাজমুল টসে জয়লাভ করে নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। জয়ের টার্গেট নিয়ে সাদা দলের অধিনায়ক রাজীবের দল খেলতে নেমে নির্ধারিত ওভার শেষে ৭৫ রান সংগ্রহ করে। এক রানে জয়লাভ করে গ্রিন দল।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলান বার্তা পত্রিকার সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লা সমিতির প্রধান উপদেষ্টা রেহান উদ্দিন দুলাল, উপদেষ্টা আব্দুল মান্নান, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, যুগ্ম সম্পাদক আজাদ খান, ১নং সদস্য শরীফুল আলম মৃধা,সহ সভাপতি আলমগীর হোসাইন অর্থ সম্পাদক কবির হোসাইন, প্রচার সম্পাদক নুরে আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক সারোয়ার সরকার প্রমুখ।

খেলা উপভোগ করেন উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ভেনিসের সাধারণ সম্পাদক কাজী রোনাক, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান, আব্দুল মান্নান, আমজাদ হাসেন প্রমুখ ।

পরিশেষে বিজয়ী ও পরাজিত দুই দলের খেলোয়াড়দের কে মেডেল ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দরা।এছাড়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে আয়োজন করার জন্য মিলান বার্তা পরিবারকে সম্মাননা পুরস্কার তুলে দেন সমিতির নেতৃবৃন্দ এবং আয়োজকদের পক্ষ থেকেও কুমিল্লা সমিতির নেতৃবৃন্দদেরকে পৃষ্টপোষকতা করার জন্য সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এমন সুন্দর আয়োজনের জন্য উপস্থিত সকলেই আয়োজক ও খেলোয়াড়দেরকে অভিনন্দন জানান।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews