এইবেলা স্পোর্টস ::
কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে টি-১০ ক্রিকেট লীগের শুভ উদ্বোধন রোববার ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। র্হানডন বেঙ্গল ইউএসএ’র আয়োজনে ও উপজেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় আবুল হাসান রাজুর সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। আলোচনা পর্বে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি এটিএম ফরহাদ চৌধুরী ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমদ টিপুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসন মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য রেমন্ড আরেং, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হক, কুলাউড়া থানার অফিসার ইনর্চাজ বিনয় ভূষণ রায়, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মো. এনামুল ইসলাম, জাসদ নেতা মঈনুল ইসলাম শামীম, এম শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, খালেদ পারভেজ বখ্শ, ব্যবসায়ী আতিকুর রহমান আখই, রিপোর্টার্স ইউনিটির সভাপতি আলাউদ্দিন কবির, সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপন, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল প্রমুখ।
টুর্ণামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় জয়পাশা রয়েল্স বনাম কাছুরকাপন ক্রিকেট ক্লাব মোকাবেলা করে। টসে জিতে জয়পাশা রয়েলস ক্লাব ৫ উইকেটের বিনিময়ে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে কাছুরকাপন ক্রিকেট ক্লাব ৭ উইেেকটে হারিয়ে ১০৭ রান করতে সক্ষম হয়। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply