বিনোদন ডেস্ক :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে মৌলভীবাজারে মঞ্চস্থ হলো নাটক “কালো শ্রাবণের ডায়েরী”। তরুণ নাট্যকার মোস্তাক আহমদের রচনায়, আব্দুর রাজ্জাক ও শাহ্ মাহমুদুর রহমান শুভ’র যৌথ নির্দেশনায় ১৭ মার্চ সন্ধ্যায় মৌলভীবাজার জেলা প্রসাশনের আয়োজনে সাইফুর রহমান অডিটোরিয়ামে নাটকটি মঞ্চস্থ করে জেলা শিল্পকলা একাডেমি রেপার্টরি দল মৌলভীবাজার।
এসময় উপস্থিত থেকে নাটকটি উপভোগ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিছবাউর রহমান, জেলা প্রসাশক নাহিদ হাসান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জহুরা আলাউদ্দিন, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক মিন্টু, নাট্যকার খালেদ চৌধুরী, সুদীপ দাশ।

মৌলভীবাজার : “কালো শ্রাাবণের ডায়েরী” নাটকের রচয়িতা, নির্দেশক ও অভিনয় শিল্পীরা। ছবি : এইবেলা
নাটকের প্রযোজনা উপদেষ্টা ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, প্রযোজনা নির্বাহী উপদেষ্টা ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল কর্মকর্তা জ্যোতি সিনহা, সমন্বয়ক জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক সুশিপ্তা দাশ, সঙ্গীত পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক সুপ্রিয়া মিশ্র, নৃত্য পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক নাজিয়া আক্তার চৌধুরী, সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা পরিষদ মৌলভীবাজার।
“কালো শ্রাবণের ডায়েরী” নাটকের কুশিলবরা হলেন শেখ মুজিব চরিত্রে জিয়াউল হক জিয়া, শেখ হাসিনা চরিত্রে সুশিপ্তা দাশ, খন্দকার মোস্তাক চরিত্রে বিধান সিংহ, তাহেরুদ্দীন ঠাকুর চরিত্রে বাবলু মিয়া, মেজর রশিদ চরিত্রে মো. মাহমুদুল হক রনি, মেজর ফারুক চরিত্রে জুবায়েল আহমেদ রুহেল, মেজর ম্যাজিক মোহন, অনুরাধা রায় অর্পা, শ্রেষ্ঠা বিশ্বাস স্নেহা, অতশ্রী রানী দাশ, দেবযানী রায়, অভিজিৎ কুন্ড কর্মকার, বিততি রায় বিদ্যা, নিশিতা দাশ রাত্রি, ঈশিতা বাহাদূর মৌ, তুলনা ধর তুষ্টি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply