কিডনী রোগে আক্রান্ত তালহার চিকিৎসা সহায়তায় কুলাউড়া এসএসসি ৯০ ব্যাচ কিডনী রোগে আক্রান্ত তালহার চিকিৎসা সহায়তায় কুলাউড়া এসএসসি ৯০ ব্যাচ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মধ্যরাতে শ্বশুড় বাড়ি গিয়ে স্ত্রীকে হত্যার অভিযোগ : স্বামী আটক হামজা, শমিত, ফাহামিদুলকে নিয়েই বাংলাদেশ ফুটবল দল ঘোষণা কমলগঞ্জে চৌধুরী ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান উন্নয়নে শুধু সমতল নয়, চরাঞ্চলের মানুষদের নিয়ে কাজ করতে হবে-জেলা প্রশাসক  কুড়িগ্রামে চাঁদাবাজির অভিযোগে বিএনপি ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকে আটক বড়লেখায় ভূমি মেলা উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা কুলাউড়ায় ভূমি মেলায় গণশুনানীতে হাজারো আবেদনের নিষ্পত্তি ফুলবাড়ীতে কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে ধান কর্তন কার্যক্রম উদ্বোধন রাষ্ট্র কাঠামোতে হাসিনার সেবাদাস গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত লড়াইয়ের ডাক কুলাউড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কিডনী রোগে আক্রান্ত তালহার চিকিৎসা সহায়তায় কুলাউড়া এসএসসি ৯০ ব্যাচ

  • সোমবার, ১২ এপ্রিল, ২০২১

এইবেলা, কুলাউড়া :::

কুলাউড়ায় ব্যাংকার ও এসএসসি ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্র এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুলের ছেলে কিডনি রোগে আক্রান্ত অসুস্থ তালহা বিন-শামসের পাশে দাঁড়ালো এন সি স্কুলের এসএসসি ৯০ ব্যাচে।

১১  এপ্রিল শনিবার কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ স্যার অসুস্থ তালহা বিন শামসের হাতে ৬ লক্ষ ৭০ হাজার টাকার চেক তুলে দেন। তালহা বিন-শামস বয়স ১১ বছর। কুলাউড়া সাউথইস্ট ব্যাংকে কর্মরত এ.কে.এম. শামসুল ইসলাম তফাদার বাবুল এর ছেলে, তালহা ২০১৮ সাল থেকে ক্রনিক কিডনি ডিজিজ (CKD) তে ভুগছে।

প্রথমে তাকে চেন্নাই এর এপোলো হসপিটালে দেখানো হয়েছে, তারপর নারায়নী হাসপাতাল, তারপর দিল্লির এইমস (AIMS) হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়েছে। সবশেষে তার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে।

এখন সে ঢাকা কিডনি হাসপাতালে চেয়ারম্যান প্রফেসর হারুন-উর-রশিদের অধীনে চিকিৎসাধীন আছে। কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশে করা হলে ২৫ থেকে ৩০ লক্ষ আর ইন্ডিয়াতে করা হলে ৫০ লক্ষের কাছাকাছি খরচ হবে বলে জানান তালহা বিন-শামসের বাবা শামসুল ইসলাম তফাদার বাবুল।

নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মুহম্মদ আমান উল্লাহ বলেন, এটি একটি মহৎ উদ্যোগ এছাড়াও প্রচার বিমুখ মানবতাবাদী কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ৯০ ব্যাচের প্রাক্তন ছাত্ররা তাদেরই বন্ধুর ১১ বছরের ছেলের পাশে নগদ অর্থ নিয়ে দাড়িয়েছে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এসময় প্রাক্তন ছাত্র মোশারফ হোসেন শামিম বলেন, দেশ বিদেশে থাকা ৯০ ব্যাচের বন্ধুরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বলেই আমরা ক্ষুদ্র এই সহায়তা দিতে পেরেছি, যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদেরকেও কৃতজ্ঞতা জানাই বিষেশ করে ইংল্যান্ড থেকে আ.ন.ম জুবায়ের আহমেদ, আলী আমজদ, নাঞ্জু, আমেরিকা এজাজ, আইনুল, ইমরুল দেশে আবু জাফর রাজু, সেলিম, ইউনুস হাসান স্বপন, শামসুদ্দোহা শুভন, রউফুর রাজা, কয়েস খান সেলিম, রুহুল আমিন, গোলাম মোস্তফা পাবেল প্রমুখ।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews