ইতালি প্রতিনিধি ::
কিশোরগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক মশিউর রহমানের ব্যক্তিগত আয়োজনে ভেনিস প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ভেনিসের স্থানীয় একটি পার্কে ঈদের আমেজ একে ওপরের সাথে ভাগাভাগি করতে প্রবাসী পরিবারগুলো মিলিত হয়ে শুরু হয় ঈদ আড্ডা।
কিশোরগঞ্জ জেলা সমিতির সভাপতি সোলেমান হোসেনের সার্বিক সহযোগিতায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পরিবার নিয়ে উপস্থিত ছিলেন ভেনিসের বিশিষ্টি ব্যবসায়ী নেয়ামুল চৌধুরী,সেলিম জাভেদ, রাশেদ মিয়া, মতিউর রহমান, কবির আহমেদ, লোকমান হোসেন, সুহেল মিয়া, কবির আহমেদ, আমিনুল ইসলাম, মোস্তফা মিয়া, আক্তার খান, লাকী ইসলাম ও মোহাম্মদ আলী।
এমন সুন্দর আয়োজনে জন্য আগত প্রবাসী পরিবারগুলো ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশু কিশোর আর নারীদের গল্পের মধ্য দিয়ে ঈদ আড্ডা পরিণত হয় মিলন মেলায়। পুনর্মিলনী অনুষ্ঠানে আগত সকলকে নিয়ে দুপুরের আপ্পায়ন করানো হয় এবং দুপুর গড়িয়ে বিকেলে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।#
Leave a Reply