ইতালি প্রতিনিধি ::
ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি। প্রবাসের মাটিতে পরিবার পরিজন ও বন্ধুদের নিয়ে একসাথে মিলিত হয়ে ঈদ আনন্দ অনেকটা বাড়তি উৎসবে পরিণত হয়। ইতালির ভেনিসে নরসিংদী ফাউন্ডেশন শতাধিক পরিবার নিয়ে স্থানীয় একটি পার্কে আয়োজন করে ঈদ পুনর্মিনলনি অনুষ্ঠান।
শিশু কিশোরদের খেলাধুলা মহিলা ও পুরুষদের নানান খেলাধুলা ও আড্ডা দিয়ে দিনটি অতিবাহিত করেন অনুষ্ঠানে আগত প্রবাসীরা। অনুষ্ঠানের শুরুতে প্রবাসী নারীদের অংশগ্রহণে মিউজিক্যাল বালিশ খেলা ছিল বেশ জমজমাট। তারপর একেক করে কয়েকটি ভাগে ভাগ করে শিশুকিশোরদের বিস্কুট দৌড় সহ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়। খেলাধুলা শেষে বিজয়ীদের কে পুরস্কার তুলে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। ফাউন্ডেশনের পক্ষ থেকে দুপুরে সকল প্রবাসীদেরকে আপ্পায়ন করানো হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানকে জাকজমকপূর্ণ উৎসবে পরিণত করতে অংশগ্রহণকারী সকল প্রবাসী পরিবারদেরকে আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। উল্লেখ ইতালির ভেনিসে নরসিংদী প্রবাসীদেরকে নিয়ে এই নরসিংদী ফাউন্ডেশন তিন বছর পূর্বে গঠন করা হয়। গঠনের পর থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রবাসে এবং দেশে অনেক হতদরিদ্র পরিবার ,মসজিদ মাদ্রাসা সহ মানবতামূলক অনেক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আগামীতে এই ফাউন্ডেশনের মাধ্যমে আগামী প্রজম্মের জন্য মাদ্রাসা ,বাংলা স্কুল ,ইতালিয়ান ও ইংরেজি ভাষা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ভেনিসে একটি স্থায়ী কার্যালয় ক্রয় করার আলোচনা অব্যাহত রয়েছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply