ইতালি প্রতিনিধি ::
ইতালির মনফালকনে বসবাসরত প্রবাসী বাংলাদেশী যুবকদের উদ্যোগে মনফালকনে ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর উদ্বোধন হয়েছে। রোববার স্থানীয় একটি মাঠে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক মনফালকনে কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম মোস্তাক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস কিশোরগঞ্জ ও ভৈরব সমিতির সভাপতি সোলেমান হোসেন , মনফালকনে কমিউনিটি নেতা হামীম হোসাইন সহ বিভিন্ন কমিউনিটির ব্যক্তিবর্গ।
এছাড়াও এই টুর্নামেন্ট পরিচালনার জন্য ক্রিকেট মাঠ ও ক্রিকেট সংক্রান্ত নানান সহায়তা প্রদান করতে উপস্থিত ছিলেন ত্রিয়েস্তে ইউনাইটেড ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট আলেসান্দ্রো ক্লাওত। উদ্বোধণী দিনে দুইটি খেলে অনুষ্ঠিত হয়েছে। প্রথম খেলায় মনফালকনে ক্রিকেট ক্লাব ৮ উইকেটে ভাই বন্ধু সকাল সন্ধ্যা দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন শুভ। দ্বিতীয় খেলায় সুপার ভয়েজ মনফালকনে ২১ রানে ১৯৫২ দলকে পরাজিত করে। খেলায় ম্যান অব দা ম্যাচ হয়েছেন রনি।
উপস্থিত নেতৃবৃন্দরা খেলাধুলায় যুব সমাজকে উৎসাহিত করেছেন এবং যুব সমাজের ভূয়শী প্রশংসা করেছেন এবং যুবসমাজকে খেলাধুলায় সবসময় সহায়তার আশ্বাস দিয়েছেন। সামাজিক দূরত্ব ও নিরাপত্তা বজায় রেখে যে কোনো প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়িয়ে সুনামের সাথে টুর্নামেন্ট পরিচালনা করতে গুরত্বপূর্ণ দিক নির্দেশনাও প্রদান করেন । খেলা পরিচালনা কমিটির সদস্য রুবেল টিটু ও ইয়াসিন উক্ত টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে সকল ক্রিকেটারদের সাবিক সহযোগিতা কামনা করেন।#
Leave a Reply