নিউজ ডেস্ক:নাইজেরিয়ার নাইজার নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে কমপক্ষে ১৫৬ জন নিখোঁজ রয়েছে।
স্থানীয় সময় বুধবার সকালে ১৮০ যাত্রী নিয়ে ডুবে যাওয়া নৌকাটির ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। খবর গার্ডিয়ান, বিবিসি ও সিএনএনের।
স্থানীয় কর্মকর্তারা জানান, অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি নদীতে ডুবে যায়। নিখোঁজ যাত্রীরা কেউ আর বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে।
নাইজার ও কেবি রাজ্যের মধ্যবর্তী স্থানে নৌকাটি ডুবে যায়। দেশটির ন্যাশনাল ইনল্যান্ড ওয়াটারওয়েস অথরিটির স্থানীয় কর্মকর্তা ইউসুফ বিরমা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, ওই নৌকাটিতে ১৮০ যাত্রীর ধারণাক্ষমতা ছিল না। তার পরও নৌকাটিতে অতিরিক্ত যাত্রীবোঝাই করা হয়েছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply