এইবেলা স্পোর্টস ::
বৃষ্টি বাদলের দিনেও ক্রিকেট উন্মাদনায় মেতে উঠেছেন কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ক্রিকেটাররা। কর্মধা সাহিত্য ও ক্রীড়া পরিষদেও আয়োজনে এবং কর্মধা ইউনিয়ন ক্লাবের ব্যবস্থাপনায় আন্তঃইউনিয়ন প্রিমিয়ার লীগ – ২০২১ এর সিজন ৩ সফলভাবে সম্পন্ন হয়েছে। ইউনিয়নের বাছাইকৃত অর্ধশতাধিক ক্রিকেটার ৫ টি দলে বিভক্ত হয়ে রবিন লীগ পদ্ধতিতে খেলায় অংশ নেন। শীর্ষ দুটি একাদশ ঐতিহ্যবাহী কর্মধা উচ্চ বিদ্যালয় মাঠে ৭ জুন বিকেলে ফাইনালে পরস্পরের মোকাবেলা করে। তীব্র প্রতিদ্ধন্ধিতাপূর্ণ ফাইনাল ম্যাচে মাত্র ৬ রানে কামাল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তোফায়েল একাদশ।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী আব্বাস খান বলেন, ক্রীড়াঙ্গনে কর্মধার অতীত ঐতিহ্য রয়েছে। এ অঞ্চল ফুটবল ও ক্রিকেটে অনেক সুনাম ও সাফল্য বয়ে এনেছে। কিন্তু বর্তমানে শুধু টুর্নামেন্ট আয়োজন করলে চলবে না। মানসম্মত ক্রিকেটার গড়তে হলে পৃষ্ঠপোষক প্রয়োজন। কর্মধার অনেক প্রবাসী আছেন যারা সহযোগিতা করতে চায়। প্রতিভার বিকাশ ঘটাতে হলে বা ভালো ক্রিকেটার গড়তে হলে একটি একাডেমী গঠন প্রয়োজন। সেক্ষেত্রে আমার অবস্থান থেকে সবসময় আমি পাশে থাকবো।
কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমদ এর সভাপতিত্বে এবং কর্মধা ইউনিয়ন ক্লাবের সভাপতি সাইদুল ইসলাম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্মধা ইউপির চেয়ারম্যান, ক্রীড়া ব্যক্তিত্ব এম এ রহমান আতিক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী আশিকুর রহমান ফটিক, বিশিষ্ট সমাজসেবক ও পৃষ্ঠপোষক মসলু আমিন, সাংবাদিক ও ক্রীড়া সংগঠক আলাউদ্দিন কবির, কর্মধা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান আশুক, মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নওয়াব আলী হাসিব খান।
এছাড়াও কর্মধা ইউনিয়ন ক্লাবের সাধারণ স¤পাদক সরোয়ার হোসেন আফজল, অন্যতম কর্মকর্তা আশরাফুল হক মুন্না, কামাল হোসেন, জামিল আহমদ, বিজয়ী দলের অধিনায়ক তোফায়েল আহমদ, কর্মধার উদীয়মান ক্রিকেটার আব্দুল কাইয়ূম বক্তব্য দেন। খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হন বিজয়ী দলের আউয়াল আবেদীন, ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন উদীয়মান ক্রিকেটার জাবেদ।
সমাপনী অনুষ্টানে টুর্নামেন্টের পৃষ্ঠপোষক, কর্মধার প্রাক্তন ক্রিকেটার, যুক্তরাজ্য প্রবাসী দেলোয়ার হোসেন রাসেলের পক্ষ থেকে স্থানীয় একটি দলকে এক সেট জার্সি প্রদান করা হয়। এছাড়াও আয়োজকরা ক্ষুদে ক্রিকেটারদের মধ্যে জার্সি বিতরণ করেন। #
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply