বকুল খান , স্পেন ::
স্পেন আওয়ামী লীগের নতুন কমিটিকে প্রত্যাখ্যান ও নজরুল- মুজিবের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে দুলাল সাফার নেতৃত্বাধীন স্পেন আওয়ামী লীগ একাংশ |সংবাদ সম্মেলনে তারা দাবি করেন ,সদ্য ঘোষিত স্পেন আওয়ামী লীগের কমিটিতে ত্যাগী , একনিষ্ঠ পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন এবং পদবঞ্চিত করা হয়েছে |এখানে স্থান পেয়েছেন উৎকোচ এবং লেনদেনের মধ্য দিয়ে বহিরাগতরা যোগদান কারীরা | ০৯ জুন রাতে মাদ্রিদের লাভাপিয়েছ এর একটি অভিজাত হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে |
দবির তালুকদারের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল সাফা ছাড়াও বক্তব্য দেন সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন |সংবাদ সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে জসিম উদ্দিনের পরিচালনায় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির প্রধান এ কেএম জহিরুল ইসলাম স্পেন আওয়ামী লীগের নতুন কমিটিতে সভাপতি হিসেবে দুলাল সাফা, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক দবির তালুকদার যুগ্ম সম্পাদক জসীম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক পদে জালাল হোসেন এর নাম ঘোষণা করেন | নবনির্বাচিত সভাপতি দুলাল সভা আগামী দেড় মাসের মধ্যে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি র তালিকা প্রকাশ করবেন বলে জানান।
এসময় সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফয়জুর রহমান বড় ভাই , আব্দুল কাদের ডালি , আসাদুর রহমান সাদ, আব্দুল আজিজ মবু,, সায়েম সরকার, সাইফুল আলম সোহাগ প্রমুখ|
সংবাদ সম্মেলনে দুলাল সাফা বলেন ,নজরুল- মুজিব সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অসাংবিধানিকভাবে একটি কমিটি ঘোষণা দিয়েছেন |দীর্ঘদিনের অনেক ত্যাগী, পরীক্ষিত নেতাকর্মীদেরকে উপেক্ষা করা হয়েছে | যে কারণে এই কমিটিকে আমরা প্রত্যাখ্যান করলাম | জাকির হুসেন বর্তমান কমিটির তীব্র সমালোচনা করে বলেন, দলে উড়ে এসে, জুড়ে বসা জামায়াত ইসলামীর বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত তাকে কিভাবে স্পেন আওয়ামী লীগের দায়িত্ব দিল আমার বোধগম্য নয় | দবির বলেন মাদ্রিদ সহ প্রত্যেকটি শহরের নেতা কর্মীরা এই কমিটিকে প্রত্যাখ্যান করেছেন।#
Leave a Reply