জুড়ী প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন গাড়িতে হামলার অভিযোগ উঠেছে।এ ঘটনায় জুড়ীতে বন, পরিবেশ মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন আহমদ এমপি সমর্থক ও জাকিরের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। অস্থিতিশীল পরিবেশ মোকাবেলা করতে এ রিপোর্ট লেখা পর্যন্ত জুড়ী বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে ।
জানা যায়, ১৩ জুন রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জুড়ীর নিজ বাড়ী থেকে তার বাবা মাসহ ঢাকা যাওয়ার পথে জুড়ী বাজারে বন, পরিবেশ মন্ত্রীর খালাতো ভাই, উপজেলা যুবলীগের সহ সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ তার গাড়িতে হামলা চালায়।
এতে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন। পরে এস এম জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে। অপরদিকে মন্ত্রী সমর্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা আহমদ কামাল অহিদের বাড়িতে জড়ো হোন।
পরিস্থিতি শান্ত করতে সেখানে মৌলভীবাজারের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী সহ পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে ।
জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী বলেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply