নিশাত আনজুমান, আক্কেলপুর ::
জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের তত্বাবধানে মহামারি করোনা ভাইরাস সনাক্ত ১৬জন নিজ বাড়িতে থেকে সুস্থ হয়েছেন। করোনা জয়ী যোদ্ধাদেরকে ভালবাসার অভিনন্দন জানালেন উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান।
রোববার ০৫ জুলাই উপজেলা পরিষদ চত্বরে সামাজিক দুরত্ব বজায় রেখে করোনা জয়ী ১৬ জনকে অভিনন্দন জানান।
জানা গেছে, করোনা ভাইরাসে নমুনা পরিক্ষায় গত ২৮ মে থেকে ২০ জুন পর্যন্ত নমুনা পরীক্ষায় ১৬ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গিয়েছিল। আক্রান্ত ওই ১৬ জনকে তাদের নিজ নিজ বাড়িতে রেখে সার্বক্ষণিক তদারকি করেন চিকিৎসক ও উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান। এখন তারা সকলে সুস্থ্য হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন।
করোনা আক্রান্তরা তাদের নিজ নিজ বাড়িতে নিয়ম মেনে অবস্থান করে সুস্থ্য হওয়ায়। করোনা জয়ী যোদ্ধাদের হাতে জাতীয় ফল কাঁঠাল, আম, কলা, আপেলসহ বিভিন্ন দেশীয় জাতের ফলমূল তাদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ রুহুল আমীন সরকার, উপজেলা প্রশাসনিক কর্তকর্তা মাহবুব আলম, জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সভাপতি সফিউল আলম, সাংবাদিক মেজবা উদ্দিন, মোঃ সকেল হোসেন, মওদুদ আহম্মেদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply