এইবেলা, কুলাউড়া ::
কুলাউড়া উপজেলা যুবলীগের আজীবন সভাপতি ও জামান ট্রাভেলস্ এর স্বত্বাধিকারী প্রয়াত মোঃ খসরুজ্জামান এর ২০তম মৃত্যু বার্ষিকী ৮আগস্ট রবিবার দলীয় ও পারিবারিক ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। ২০০১সালের এ দিনে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন।
প্রয়াত খসরুজ্জামান পচাত্তর পরবর্তি সময়ে দলের যখন দুঃসময় চলছিলো তখন ১৯৮৬সালে উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বভার গ্রহন করেন। তিনি কুলাউড়া শহরে বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়ে প্রতিনিয়ত বিভিন্ন কর্মসূচি পালন করে থাকতেন। একজন ত্যাগী ও আদর্শবান নেতা হিসেবে যিনি জীবনের শেষ দিন পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। তৎকালীন কুলাউড়া থানা শাখার (জুড়ী ও কুলাউড়া) ১৭টি ইউনিয়নে সম্মেলোন করে কমিটি গঠন করার মাধ্যমে দলকে সু-সংগঠিত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিবেদিত ভাবে কাজ করে গেছেন। সে সময়ে কুলাউড়া স্টেশন রোডের জহুরা মার্কেট (বর্তমান ইষ্টার্ন শপিং সেন্টার) তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান জামান ট্রাভেলস্কে কেন্দ্র করে যুবলীগ, আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের কর্মকান্ড পরিচালিত হতো।
তিনি ২০০১সালের ৮আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত দুই মেয়াদে একাধারে ১৫বছর বাংলাদেশ আওয়ামী যুবলীগের আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেন।
কুলাউড়া পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক ও প্রয়াত খসরুজ্জামান এর পুত্র সাংবাদিক মোঃ তারেক হাসান জানান, ২০তম মৃত্যু বার্ষিকীতে তাঁর পরিবারের পক্ষ থেকে কোরআন খতম, মিলাদ, দোয়া, কবর জিয়ারত এবং এতিমখানায় খাবার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। এছাড়াও উপজেলা যুবলীগের পক্ষ থেকে দক্ষিণ বাজার জামে মসজিদে বাদ মাগরিব উপজেলা যুবলীগের প্রয়াত সভাপতি মোঃ খসরুজ্জামান ও সাবেক সাধারণ সম্পাদক মরহুম অধ্যক্ষ আব্দুর রউফ স্মরনে মিলাদ, দোয়া ও শিরণী বিতরন করা হয়। এতে দলীয় সর্বস্থরের নেতা কর্মীসহ মুসল্লিরা অংশগ্রহন করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply