মৌলভীবাজার প্রতিনিধি ::
মৌলভীবাজার সদর উপজেলায় ফেসবুক লাইভে এসে সুমন নামে এক জাদুশিল্পী আত্মহত্যা করেছেন। ১৬ আগস্ট সোমবার রাতে গয়ঘর গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন।
নিহত সুমন একই এলাকার মৃত শহিদ মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। পাশাপাশি বিভিন্ন এলাকায় জাদু দেখাতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার থানাবাজার এলাকার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। একপর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, পারিবারিক কলহের জেরে সুমন আত্মহত্যা করেছেন। ফেসবুক লাইভের বিষয়টি আমরাও শুনেছি। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply